• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
চাঁদপুরে পৃথক ঘটনায় নববধূসহ ২ মরদেহ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় নববধূ ও এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৬ মে) হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ি থেকে মাহফুজুর রহমান (১৯) ও দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে নববধূ নুসরাত জাহান মাহির (২০) মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপিনাথ অধিকারী।  মাহফুজুর রহমান হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। প্রেমঘটিত কারণে মাহফুজ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পরিবারের কোনো সদস্যই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। অপরদিকে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও শাহরাস্তির শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক জাকির হোসেন ফরিদের স্ত্রী নববধূ নুসরাত জাহান মাহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  গত ১২ এপ্রিল (শুক্রবার) ফরিদ ও মাহির সামাজিকভাবে বিয়ে হয়। মাত্র ২৪ দিনের মাথায় নুসরাত জাহান মাহি আত্মহত্যা করলেন। নুসরাত জাহান মাহি শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষক-ছাত্রী প্রেম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে পারিবারিকভাবে জানা গেছে। জাকির হোসেন ফরিদ জানান, সে সকালে নাস্তা করে কলেজে চলে যায়। কলেজ যাওয়ার পর তার ভাগনে তাহসিন স্ত্রী নুসরাত মাহির আত্মহত্যার ঘটনা মোবাইলে জানায়। তাৎক্ষণিকভাবে তিনি কলেজ থেকে দ্রুত বাড়িতে আসেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় একজন তরুণ ও আরেকজন গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
১০ ঘণ্টা আগে

জাবিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জিসান আহম্মেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলের কর্মচারী মো. নজরুল ইসলামের মেজো ছেলে। সোমবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত ও তাজউদ্দীন হল সংলগ্ন সড়কের পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। খবর দেওয়ার পর আশুলিয়া থানা পুলিশ সকাল ৭টায় মরদেহটি উদ্ধার করে। আলবেরুনী হলের কর্মচারীদের সূত্রে জানা গেছে, জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় আনসার ক্যাম্পের পেছনে থাকতেন। তাদের পৈতৃক নিবাস শেরপুর জেলার সদর থানায়। স্থানীয় একটি কলেজে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষে তিনি একটু গরুর খামার দেখাশোনা করতেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জিসানের বড় ভাই ওলিউল্লাহ জানান, রোববার সন্ধ্যায় ঝড়ের আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়৷ পরে ঝড় থামলে বাড়িতে ফিরলে মা তাকে এতক্ষণ কোথায় ছিল এটা জিজ্ঞেস করে? গরুকে পানি খাওয়ানো হয় নাই এজন্যে বকাঝকা করে৷ পরে সে আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আশুলিয়া থানার এসআই জি এম আসলামুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ দাফনের অনুমতি চেয়েছে পরিবার। তবে এখনও মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসকের অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে। পরবর্তীতে কোনো অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জিসানের বাবা নজরুল ইসলাম বলেন, সে সন্ধ্যার সময় বাসা থেকে বেরিয়েছিল এবং আনুমানিক রাত সাড়ে ৯টায় বাসায় ফিরে আসে। তার মা তাকে বলেছিল এত রাতে কোথায় ছিলি, গরুগুলোকে এখনও পানি খাওয়ানো হয়নি, এ বিষয়ে তার মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয় এবং সে পুনরায় বাসা থেকে বেরিয়ে যায়। পরে রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, জিসান কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না। নেহাত ভদ্র ছেলে হিসেবেই তিনি সবার কাছে পরিচিত। কিন্তু এরকম কেন করলো এলাকাবাসী বিষয়টি কোনোভাবেই মানতে পারছে না।  ক্যাম্পাসের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘এই ছেলেকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি, সে খুবই ভদ্র ছেলে। মায়ের সঙ্গে হালকা কথা কাটাকাটির পর ঘর থেকে বেরিয়ে আসলে তার খোঁজ করে পাওয়া যায়নি। এখানে তার পরিবারের কারও কোন অভিযোগ নেই। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আনসার ক্যাম্পের পেছনে ঘটনাস্থল হওয়ায় তাদের এখানে থেকে সরাসরি দেখা যায়। আমি এসে দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নামায়।’
১৪ ঘণ্টা আগে

রাজধানীতে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরায় লেকের পানি থেকে মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মে) তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জানা গেছে, ওই স্কুলের একই শ্রেণীর মোট পাঁচজন শিক্ষার্থী উত্তরা ১৬ নং সেক্টরের লেকে ১০ নং ব্রিজের কাছে গোসল করতে এসেছিলেন। তাদের মধ্যে ২ জন বেশি দূরে গিয়ে নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে তুরাগ থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে টঙ্গি ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ৫৩ মিনিটে তাদের মরদেহ উদ্ধার করে।  
০৪ মে ২০২৪, ১৭:৩১

নবগঙ্গা থেকে উদ্ধার ৯ বছরের শিশুর মরদেহে ধর্ষণের আলামত
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া ৯ বছরের এক শিশুর মরদেহ ময়নাতদন্তকালে ধর্ষণের আলামত পাওয়া গেছে।  শুক্রবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস।  এর আগে গত বুধবার (১ মে) ইটভাটায় বাবার জন্য দুপুরের খাবার দিতে এসে নিখোঁজ হয় শিশুটি। পরদিন বৃহস্পতিবার (২ মে) দুপুরে কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস ইট ভাটায় বাবাকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং মরদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ শিশুটির স্বজনরা সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। শুক্রবার রাতে মরদেহটির ময়নাতদন্ত শেষ হয় এবং চিকিৎসক জানান যে, শিশুটির মরদেহে ধর্ষণের আলামত রয়েছে।  এ ব্যাপারে খোঁজ নিতে যোগাযোগ করা হয় নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌসের সঙ্গে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শনিবার (৪ মে) ল্যাব টেষ্ট করে কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করা হবে।   
০৪ মে ২০২৪, ০০:৫১

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ পরবর্তী উদ্ধার কাজে সহায়তা করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-জয়দেবপুর রেল সড়কের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উদ্ধার কাজের সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের ছোট দেওড়া কাজীবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। জয়দেবপুরের স্টেশনমাস্টার হানিফ মিয়া গণমাধ্যমকে জানান, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। সিগন্যালম্যানের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীশূন্য ট্রেনটি ঢাকায় ফিরছিল। অন্যদিকে তেলবাহী ট্রেনটি যাচ্ছিল রংপুরে। এ সময় যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
০৩ মে ২০২৪, ১৫:১৬

অপহরণের ৮ ঘণ্টা পর একই পরিবারের ৩ জনকে উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের তিন জনকে স্থানীয় জনতা পাহাড় থেকে উদ্ধার করেছে।  বৃহস্পতিবার (২ মে) বেলা ১২টার দিকে উপজেলার হ্নীলার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোছনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩) নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড়ের পাদদেশে ধানক্ষেতে পাহারা দিচ্ছিলেন। এ সময় ভোর রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে স্থানীয় লোকজন পাহাড়ে দল বেঁধে খুঁজতে গেলে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। একই দিন অপহরণের শিকার হয়েছিলেন তারা। উল্লেখ্য, অপহৃত হাবিবুর রহমান গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এদিকে, অপহরণের ঘটনায় মোছনী এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করেন। স্থানীয়রা অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়ে পাহাড়ে উদ্ধারে তৎপরতা চালান। এরপর অপহরণকারীরা ওই তিন জনকে ছেড়ে দেয়। টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, স্থানীয়দের সহায়তায় অপহৃতদের উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।
০২ মে ২০২৪, ২৩:৩৮

যে নায়ককে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেন কারিশমা
সময়টা  ১৯৯১ সাল, ‘প্রেম কয়েদি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কারিশমা কাপুরের। এরপর দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। বয়সে ছোট হরিশ কুমারকে অভিষেক চলচ্চিত্রে নায়ক হিসেবে পেয়েছিলেন কারিশমা কাপুর। অভিষেক সিনেমার শুটিং সেটে ডুবে যাচ্ছিলেন হরিশ। আর সেই সময়ে তাকে উদ্ধার করেছিলেন কারিশমা কাপুর। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকার এ তথ্য জানিয়েছেন আড়ালে চলে যাওয়া নায়ক হরিশ। হরিশ কুমার বলেন, সিনেমার (প্রেম কয়েদি) দৃশ্যে পুলে ডুবতে যাওয়া কারিশমাকে আমি লাফিয়ে পড়ে বাঁচাই। কিন্তু বাস্তবতা হলো তার বিপরীত; কারিশমাই আমাকে বাঁচায়। কারণ, আমি সাঁতার জানতাম না। ঘটনার বর্ণনা দিয়ে হরিশ কুমার বলেন, আমি ডুবতে যাচ্ছিলাম। কিন্তু সেটের সবাই ভাবছিলেন আমি প্রাঙ্ক করছি। সুতরাং কারিশমা ছাড়া সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। কারিশমা এসে আমাকে ধরেছিল, আমিও কারিশমার জামা ধরেছিলাম। ‘প্রেম কয়েদি’ সিনেমায় নীলিমা চরিত্রে অভিনয় করেন কারিশমা। চন্দ্র মোহন চরিত্রে অভিনয় করেন হরিশ কুমার। তখন তার বয়স মাত্র ১৫ বছর। আর কারিশমার বয়স ১৬ বছর। ‘প্রেম কয়েদি’ সিনেমা পরিচালনা করেন কে. মুরালি মোহন রাও। কারিশমা কাপুর অভিনয়ে এখন খুব একটা সরব নন। প্রায় ৬ বছর পর ‘মার্ডার মোবারক’ সিনেমায় অভিনয় করেন। চলতি বছরের ১৫ মার্চ মুক্তি পায় সিনেমাটি। অন্যদিকে, হরিশ কুমারও অভিনয় থেকে দূরে রয়েছেন। ২০১৮ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত সিনেমা।
০২ মে ২০২৪, ১৯:১৭

৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পর উদ্ধার
গাজীপুরে ৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পর উদ্ধারসহ আসামি আইরিনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ শামছুর রহমান। অপহরণকারী আইরিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্ততপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, গত ৩ এপ্রিল শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে রুমে রেখে কাপড় ধোয়ার জন্য গোসলখানায় যান। ফিরে এসে রুমে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খুঁজে না পেয়ে জিএমপির বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বুধবার বিকেল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে শহরের চায়না মোড় এলাকা থেকে অপহরণকারী আইরিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করে তার মা বাবার কাছে বুঝিয়ে দেয় পুলিশ। এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনকে গ্রেপ্তার করে জিএমপি বাসন থানা পুলিশ।
০২ মে ২০২৪, ১৯:১৯

ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
যশোর মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশি। বৃহস্পতিবার (২ মে) সকালে খবর পেয়ে পুলিশ ধানখেতে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে।  জানা যায়, এদিন সকালে ধানখেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এক প্রান্তের শ্রমিক ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এ সময় জমির মালিক খেত পরিদর্শন করার সময় খেতের অপরপ্রান্তে অজ্ঞাত ওই যুবকের মৃতদেহ দেখতে পান। এ সময় ধানখেতের মালিকের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। এরপর স্থানীয় ইউপি সদস্য ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। যুবকের গলায় ধারালো অস্ত্রের ও রক্তের দাগ দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।
০২ মে ২০২৪, ১৫:০১

টয়লেট থেকে ২ বছর পর উদ্ধার সুজিত
টয়লেট আটক মানসিক প্রতিবন্ধী সুজিত দাসকে (৩২) পুলিশ উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছেন। সুজিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের মৃত হরেন্দ্র দাসের ছেলে। গত দুই বছর নিখোঁজ ছিলেন তিনি।  সম্প্রতি থানা থেকে ২শ’ গজ দূরে তাদের বাড়ির নোংরা টয়লেটে দরজার তালা ভেঙে উদ্ধার করেছেন নাসিরনগর থানার পুলিশ। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন সুজিত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, সে কারণে নিজেদের ও অন্যদের নিরাপত্তার স্বার্থে তাকে টয়লেটে আটকে রাখা হয়।  পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানান, জেলে পরিবারে জন্ম নেওয়া সুজিত নিয়মিত নদীতে মাছ ধরতেন। সেই মাছ বিক্রি করেই সংসার চালাতেন। এক সময় হঠাৎ সুজিত নিখোঁজ হয়ে যায়। এলাকায় দীর্ঘদিন সুজিতের দেখা মেলে না। বিষয়টি ঘিরে স্থানীয় লোকজনের মধ্যে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলতে থাকে। অনেকে ধারণা করেন, সুজিত হয়তো বেঁচে নেই। আবার কেউ কেউ বলতে থাকেন হয়তোবা কোনো কারণে সুজিত ভারতে চলে গেছেন। সোমবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে নাসিরনগর থানায় খবর আসে, থানা থেকে মাত্র ২ শত গজ দূরে সুজিতদের বাড়ির একটি নোংরা অন্ধকার টয়লেটের ভেতরে গত দুই বছর ধরে তালা দিয়ে বন্দি করে রাখা হয়েছে সুজিতকে। টয়লেটের নিচের অংশে ছোট একটি ফাঁকা দিয়ে সুজিতকে মাঝে মধ্যে কিছু খাবার দেওয়া হয়। সুজিতও দিন-রাতে টয়লেটের ফ্লোরে থেকে ওই ফাঁকা দিয়ে বাহিরের দিকে চেয়ে থাকেন। মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করেন। আর এভাবেই ওই টয়লেটের ভেতরে কেটে গেছে সুজিতের দু’বছর।  পুলিশ ওই টয়লেটের তালা ভেঙে ভেতর করে সুজিতকে উদ্ধার করে হেফাজতে নিয়েছেন।  এ দিকে স্থানীয় অনেকেই বলছেন, গত পাঁচ বছর আগে সুজিত একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তখন থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন থেকেই পাগলের প্রলাপ বকা, ভাঙচুর ও সামনে যে মানুষকে পেতেন তাকেই মারধর করতেন।  আবার নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, সম্পত্তির জন্যই সুজিতকে এভাবে বন্দি করে রাখা হয়েছে।  যদিও সুজিতের মা আরতি রাণী বলেন, সুজিতের মাথায় সমস্যা থাকায় যাকে দেখে তাকেই মারধর করতো সে। মানসিক ভারসাম্যহীন আমার ছেলে। একটি হত্যা মামলার আসামিও সে। নিজেদের ও অন্য লোকজনের নিরাপত্তার জন্য টয়লেটে আটকে রাখতে বাধ্য হয়েছি।  এ বিষয়ে সুজিতের ভাই অনিল দাস প্রশ্ন রেখে বলেন, সুজিত যদি কাউকে হত্যা করে এর দায়িত্ব কে নেবে।  নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা বলেন, টয়লেট থেকে একটি মানুষের শব্দ কানে ভেসে আসছে—এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ওই বাড়িতে যায় পুলিশ। জানতে পারি, টয়লেটে সুজিত এক বছরেরও অধিক সময় ধরে বন্দি আছে। যুবককে উদ্ধার করে আপাতত চিকিৎসা করানো হচ্ছে। পরবর্তীতে পরিবার ও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০১ মে ২০২৪, ২১:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়