• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে মারা গেছেন মসজিদের এক ইমাম। রোববার (২১ এপ্রিল) ভোরে ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে মারা যান তিনি। নিহত ইমাম হাফিজ কবির আহমদ উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে।  তিনি স্থানীয় চারিকাটা ইউনিয়নের লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, ফজরের সময় খুব বৃষ্টি হচ্ছিল। নামাজের সময় ইমামকে তারা দেখতে পাননি। নামাজ শেষে মসজিদ থেকে ফেরার সময় মুসল্লিরা রাস্তার পাশের জমিতে ইমামকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমামকে উদ্ধার করে মসজিদে নিয়ে যান। বজ্রপাতে ইমামের শরীরের কাপড়ের অংশ বিশেষ পুড়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ইমাম কবির আহমদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। 
২১ এপ্রিল ২০২৪, ১৯:৪৪

মসজিদের ইমামের বেতনের টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৪
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মসজিদের ইমামের জন্য কালেকশনের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের মুসুল্লিরা। আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) আছরের নামাজের সময় কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের আলিখার হাট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আলিখার হাট মসজিদের ইমামের বেতনের মাসিক টাকা কালেকশনের জন্য সিরাজ বেপারীর নিকট যায় কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়ার ভাতিজা রাকিব মিয়া। তখন সিরাজ বেপারী রাকিবকে টাকা না দিয়ে মারধর করে। পরে মারধরের বিষয়টি নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে আছরের নামাজের পূর্বে ধারালো অস্ত্র সহকারে সিরাজ বেপারী তার মেয়েজামাই নয়ন ও মাইনুলসহ ১০ থেকে ১২ জনকে নিয়ে ইমামের টাকা কালেকশনে বের হন। এ সময় তারা রাকিবের বাড়িতে হামলা করে রাকিবের বাবা গিয়াস উদ্দিন মিয়া (৬০), চাচা বাহাউদ্দীন মিয়া (৫৫), রাকিবের বড়ভাই বজলু মিয়া (৩৫) ও রাকিব মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে।  পরে স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বজলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।  আহত বাহাউদ্দীন মিয়া জানান, সিরাজ বেপারীর কাছে রাকিব মসজিদের ইমামের মাসিক বেতনের ধার্যকৃত টাকা কালেকশন করতে যায়। এ সময় সিরাজ বেপারী রাগারাগি করে বলে, ‘তোকে টাকা দেব কেন তুই কে। খয়রাতির ছেলে খয়রাত করতে নামছে’। এসব বলে গালিগালাজ করতে থাকলে রাকিব এর প্রতিবাদ জানায়। পরে তাকে মারধর করেন সিরাজ বেপারী। বিষয়টি ফয়সালা হওয়ার পর বিকেলে সিরাজ বেপারী তার ২ মেয়ের জামাতাদের নিয়ে আমাদের বাড়িতে হামলা করে আমাদের কুপিয়ে জখম করেছে।
২৯ মার্চ ২০২৪, ২৩:৪৯

তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যু
মহেশখালীতে তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যুর ঘটনা হয়েছে। নিহত ওই ইমামের নাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ (৪৫)। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক। জানা যায়, বুধবার (২০ মার্চ) উপজেলার হোয়ানকের জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১০টায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমাম মাওলানা নূর মোহাম্মদ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের বলি পাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল গফুরের ছেলে। রাত সাড়ে ১২টায় তার কর্মস্থল জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ লোহাগাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ইমামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতশত মুসল্লি তাকে দেখতে আসনে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
২১ মার্চ ২০২৪, ১৭:০৪

৫৫ বছর ইমামতির পর ইমামের রাজকীয় বিদায়
৫৫ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। ইমামকে ফুল সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায়। চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারী শাহার উদ্দীনকে (৭৫) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। ইমাম ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তাকে ফুল সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে। বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারী শাহার উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় ইমামতি করেছি, এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবো সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন। জানা যায়, ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট বাজার জামে মসজিদে ইমামতি করেন টানা ২৭ বছর। এর আগে এলাকার তিনটি মসজিদে ২৮ বছর ইমামতি করেছেন তিনি। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিলেন তাকে। চাকলাহাট বাজার জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৫৫ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০

পঞ্চগড়ে ইমামের রাজকীয় বিদায়
রং-বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে প্রাইভেট কার। প্রস্তুত রাখা হয়েছে ফুলের মালা। তৈরি হয়ে এসেছেন মুসল্লিরাও। আর বিশেষ এ আয়োজনটি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারি শাহার উদ্দীনের জন্য। দীর্ঘ ৫৫ বছর ইমামতি শেষে জমকালো আয়োজনে তাকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ত্রিশ হাজার টাকার চেকসহ বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেটকারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়। ক্বারি শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে। জানা যায়, শাহার উদ্দীন এলাকার তিনটি মসজিদে ২৮ বছর এরপর চাকলাহাট বাজার জামে মসজিদে ২৭ বছর ইমামতি করেন। একটানা ৫৫ বছর ইমামতি করে এখন তার বয়স ৭৫ বছর। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ তিনি অবসর নিলেন। এজন্য বিশেষ সম্মানে তাকে বিদায় জানান মুসল্লিরা। এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারি শাহার উদ্দীন। তিনি জানান, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন। বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চান। স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান বুলেট বলেন, হুজুর আমাদের এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন। আজ হুজুর চলে যাওয়ায় আমরা সবাই কষ্ট পাচ্ছি। বাড়ির মহিলারাও রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন হুজুরকে এক নজর দেখার জন্য। এ বিষয়ে মসজিদটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি। যিনি দীর্ঘ ৫৫ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৫

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে মামলা
কর্মসংস্থানের নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আমলি আদালতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি উল্লাপাড়া উপজেলা আমলি আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান। মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী।  অভিযুক্ত সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।  মামলার অভিযোগ থেকে জানা যায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম একজন প্রতারক। মামলার বাদী পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তানভীর ইমামকে মামলার বাদী বিভিন্ন প্রজেক্টের জন্য সাক্ষীদের উপস্থিতিতে ৮০ লাখ টাকা ধার দেন। পরে একটি বিশেষ কাজের মাধ্যমে ২০ লাখ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ৬০ লাখ টাকার জন্য বার বার তলব-তাগাদা করতে থাকলেও তিনি টাকা দিতে তালবাহানা করতে থাকেন। পরবর্তীতে তিনি বাধ্য হয়ে বিষয়টি অবগত করে প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্ত দেন। গত ৩১ জানুয়ারি তিনি ঢাকায় গিয়ে তানভীর ইমামের কাছে টাকা ফেরত চাইলে তানভীর ইমাম টাকা দিতে অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। উল্লাপাড়া উপজেলা আমলি আদালতের পেশকার স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ২১ মার্চ মামলার পরবর্তী তারিখ দিয়েছেন আদালত।’
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, কাঁদলেন এলাকাবাসী
রং-বেরঙের বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে ঘোড়ার গাড়ি। প্রস্তুত রাখা হয়েছে ফুলের তোড়া। এলাকার সকল মুসল্লিরা তৈরি হয়ে এসেছেন মসজিদে। পুরো আয়োজনটি ছিল কাপাশপাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম হাফেজ ওয়াজউদ্দিন শেখের বিদায় সংবর্ধনায়। ১৯৯০ সালে শরীয়তপুর নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের কাপাশপাড়া বাইতুল নূর জামে মসজিদে ইমামতি শুরু করেন হাফেজ ওয়াজউদ্দিন শেখ। ৩৫ বছর ইমামতি পর ৭৫ বছর বয়সে বার্ধক্যেজনিত কারণে অবসর নিয়েছেন তিনি। বিদায়বেলায় স্থানীয়দের কাছ থেকে পেলেন এমন রাজকীয় সংবর্ধনা। ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী। কাপাশপাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ জুমা ওয়াজউদ্দিন শেখকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা, নগদ টাকা ও নানা উপহারসামগ্রী দেয়। হাফেজ ওয়াজউদ্দিন শেখ উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামের মৃত রমিজ উদ্দিন শেখের ছেলে। তার ছয় মেয়ে ও এক ছেলে। গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হাফেজ ওয়াজউদ্দিন শেখ দীর্ঘ ৩৫ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। যখন তিনি কাপাশপাড়া বাইতূল নূর জামে মসজিদে ইমামতি শুরু করেন তখন মসজিদটি ছিল ছোট একটি টিনের ছাউনি। তখন গ্রামবাসী তাকে বছরে ২২ মণ ধান দিতেন। পরে মাসে অল্প বেতনে তিনি ইমামতি চালিয়ে গেছেন। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ তিনি অবসর নেন। নিজের অনুভূতি প্রকাশে করতে গিয়ে হাফেজ ওয়াজউদ্দিন শেখ আবেগাপ্লুত হয়ে বলেন, আমি যখন এখানে আসি মসজিদটি জানালার কপাট ছাড়া ছোট একটি টিনের ঘর ছিল। বর্তমানে মসজিদটি এখন দোতলা ও টাইলস হয়েছে। এলাকার সকলে আমাকে অনেক সম্মান দেখিয়েছে। আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক। মসজিটির সভাপতি রাশেদুজ্জামান চপল খান বলেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুন এটাই আমাদের কামনা। মসজিদ কমিটির সভাপতি রাশেদুজ্জামান চপল খান বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি। যিনি দীর্ঘ ৩৫ বছর আমাদেরকে দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন এটাই আমাদের কামনা।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়