• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশি সিনেমার মস্কো জয় 
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। শুক্রবার (২৬ এপ্রিল) উৎসবের শেষ দিন মস্কোতে সিনেমাটির নির্মাতা আসিফ ইসলাম এই পুরস্কার গ্রহণ করেন।   পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পুরস্কার আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। কারণ, সারা বিশ্বের হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেয় মাত্র ১১টি সিনেমা। তার মধ্যে থেকে ‘নির্বাণ’ স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। ঘোষণার সময় আমি এটা শুনে রীতিমতো চমকে উঠি। এমনকি পুরস্কার হাতে নেওয়ার পরও ছিলাম একটা ঘোরের মধ্যে।  আসিফ আরও বলেন, পুরস্কার পাওয়ার সেই কথা মনে করে, এখনো আমি কাঁপছি। ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারছি না। এই অর্জনটা আসলেই আমাদের অনেক কিছু দিয়েছে। ‘নির্বাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। তিনিও জানালেন নিজের ভালো লাগার কথা। এই অভিনেত্রী বলেন, আমি ভীষণ আনন্দিত। কীভাবে এই খুশি প্রকাশ করব জানি না। সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে। অর্চি আরও বলেন, সিনেমাটির পেছনে আমরা সবাই মিলে যে শ্রম দিয়েছি, সেটা সার্থক হল। এই প্রাপ্তি আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। প্রসঙ্গত, ‘নির্বাণ’ নির্মাতা আসিফ ইসলামের প্রথম সিনেমা। যেটি তিনি দীর্ঘ সময় নিয়ে নির্মাণ করেছেন। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আনোয়ার হোসেন।
২৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বিসমাহ। ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে দলটির টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব নেন তিনি। পরের বছরই তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৬ রানের পাশাপাশি ৮০টি উইকেট শিকার করেছেন ৩২ বছর বয়সী সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে কোনো শতক না পেলেও ৩৩টি ফিফটি করেছেন তিনি।  অবসর নিয়ে বিসমাহর ভাষ্য, ‘যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়—এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অবসর বার্তায় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মন্তব্য, ‘ক্যারিয়ারজুড়ে যেকোনো জায়গায়, যেকোনোভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার ভক্তদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো। মাঠ ও মাঠের বাইরে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেটা সবসময়ই মনে থাকবে।’
২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩১

খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
‘ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে’ স্লোগানকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক অরুণোদয় নৃত্য উৎসব-২০২৪’। নৃত্য সংগঠন অরুণোদয়’র একক আয়োজনে আগামী ৩ ও ৪ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে ফ্রান্স, লন্ডন, ভারতসহ দেশের মোট ৭২জন শিল্পী অংশ নেবে।  আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এই আয়োজনে শিল্পীরা তাদের নিজ নিজ অঞ্চলের লোক নৃত্য ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন। এ সময় তাদের নৃত্য গুরুরাও উপস্থিত থাকবেন।  পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, বিভিন্ন দলের নৃত্য গুরু ও শিল্পীদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।  এ বিষয়ে নৃত্য সংগঠন অরুণোদয়’র প্রতিষ্ঠাতা পরিচালক সুরভী ক্রুশ বলেন, এই আয়োজনের উদ্দেশ্য মহৎ। বিভিন্ন দেশের লোক নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যকে সবার সামনে তুলে ধরা। পাশাপাশি নিজের দেশের সমৃদ্ধ নৃত্যকেও বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা। আশাকরি, সবাই এই উৎসবে শামিল হবেন।  উৎসবের সময়সূচি জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৩ ও ৪ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। 
২৫ এপ্রিল ২০২৪, ১৮:১৭

নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে পড়েছে। এতে সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বাসটি মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, ঘটনায় জড়িত বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। নিহত প্রকৌশলী মাইদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৯ এপ্রিল ২০২৪, ১৫:১৭

জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে কোন তথ্য জানা নেই নৌপ্রতিমন্ত্রীর
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক চাপ ও আলোচনার মাধ্যমে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক মুক্ত হয়েছেন। জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে কোন তথ্য তার জানা নেই বলেও জানয়েছেন প্রতিমন্ত্রী। রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, টাকা-পয়সা কিংবা মুক্তিপণের সঙ্গে আমাদের কোনো ইনভলমেন্ট নাই। টাকা দিয়ে জাহাজ ছাড়িয়ে আনা হয়েছে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। অনেকেই বিভিন্ন ধরনের ছবি দেখাচ্ছেন, এ সব ছবির কোনো সত্যতা নেই। ছবিগুলো কোথা থেকে আসতেছে, কীভাবে আসতেছে- সেটা আমরা জানি না। আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন করেছি দীর্ঘদিন। এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। আমাদের আলাপ-আলোচনা এবং বিভিন্ন ধরনের চাপ আছে। সেই চাপগুলোও এখানে কাজে দিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এটা যতটুকু হয়েছে আমাদের ডিপার্টমেন্ট অব শিপিং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইউরোপিয়ান নেভাল, ভারতীয় নৌ-বাহিনী, সোমালিয়ান পুলিশ। আমি সোমালিয়া পান্টল্যান্ড পুলিশকে ধন্যবাদ দিতে চাই, তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা করেছে। আন্তর্জাতিক মেরিটাইমের যে উইংগুলো রয়েছে, তারা আমাদের খুবই সহায়তা করেছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জলদস্যুরা একেবারে সর্বশক্তিমান, ব্যাপারটা তো এমন নয় তো। তারা ভীষণ চাপের মধ্যে ছিল, সোমালিয়ান পুলিশের বিরাট একটা চাপ ছিল। জলদস্যুরা একটি দেশের ইমেজ নষ্ট হচ্ছে, এটা তারা (সোমালিয়ান পুলিশ) উপলব্ধি করছে, সেই উপলব্ধি থেকে তারা খুবই সজাগ ছিল এবং জলদস্যুদের তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা খুবই তৎপর ছিল। একটা চরম পর্যায়ে গিয়েছিল, সেই কারণেই তারা সেখান (জাহাজ) থেকে নেমে গেছে। চাপটা এত ছিল, তারা যখন জাহাজটা নিয়ন্ত্রণে নেয় সেখানে ২০ জন ছিল জলদস্যু, গতকালকে তারা যখন জাহাজ ছেড়ে যায় ইতিমধ্যে প্রায় ৬৫ জন জলদস্যু জাহাজে অবস্থান নিয়েছিল। মূল ভূখণ্ডে তাদের কী পরিমাণ চাপ ছিল, সেটা বুঝতে হবে।  তিনি আরও বলেন, গতকালকে সবাই একসঙ্গে সেখান (জাহাজ) থেকে চলে গেছে। দুই নটিক্যাল মাইলের মধ্যে তাদের ঘিরে ফেলা হয়েছিল। অন্যান্য ফ্লিকগুলো (বিভিন্ন বাহিনী) অবস্থান করছিল যখন তারা চলে যায় সেই মুহূর্তে। তারা বুঝতে পেরেছিল তাদের জীবন নিরাপদ না। আমাদের সমুদ্র পরিবহন অধিদপ্তর সেই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলে ফ্লিকগুলোকে একটু দূরে দিয়ে তাদের যেতে সহায়তা করেছে। আমি জানি না ভুল ভূখণ্ডে যাওয়ার পর জলদস্যুদের কি অবস্থা হয়েছে। নৌপ্রতিমন্ত্রী বলেন, যতগুলো মেইল করেছি সেগুলো এক জায়গায় করলে বড় একটা বাস্কেট ভরে যাবে। প্রতি মুহূর্তে আমাদের করেসপন্ডেন্ট রাখতে হয়েছে। আমরা এত তৎপর এবং এত সিরিয়াস ছিলাম- এটা সবাই উপলব্ধি করেছে। ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সেজন্য সমুদ্র পরিবহন অধিদপ্তর পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।  
১৪ এপ্রিল ২০২৪, ১৩:৩৫

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আবু রায়হান
সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু রায়হান। এই কেরাত প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি।  প্রতিযোগিতায় প্রথম হয়ে আবু রায়হান পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লাখ টাকা।  সোমবার (৮ এপ্রিল) সকালে ক্বারি আবু রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই এই সাফল্যের কথা জানান।  স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল সবুজের বিশ্বজয়, ৩০ দেশকে পেছনে ফেলে ক্বারি আবু রায়হানের বিশ্বজয়। ক্বারী হাফেজ আবু রায়হানের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজারে। তিনি মুফতি আবদুল কাইয়ুম মোল্লা পরিচালিত বল্লভদী আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। আরটিভি আলোকিত কোরআন ২০১৬ সালে আবু রায়হান চ্যাম্পিয়ন হয়। তিনি আরটিভির বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের নিয়মিত অতিথি।
০৮ এপ্রিল ২০২৪, ১৩:৪২

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নির্বাণ’ / ‘মায়া আর ব্যক্তি ইভা একেবারেই আলাদা’
৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদশি সিনেমা ‘নির্বাণ’। মঙ্গলবার (২ এপ্রিল) উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মূল প্রতিযোগিতা বিভাগে ‘নির্বাণ’-এর অন্তর্ভুক্তি বিষয়টি নিশ্চিত করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা আসিফ জানান, মানবিক আবেগের একটি কাব্যিক অন্বেষণ ‘নির্বাণ’। শান্তির খোঁজে বের হওয়া তিন ব্যক্তির একটি অসাধারণ যাত্রা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা ইভা, প্রিয়ম অর্চি এবং ইমরান মাহাথিসহ অনেকে। বড় বড় একাধিক বিজ্ঞাপনচিত্রে প্রধান মুখ হিসেবে কাজ করলেও নিজের অভিনীত প্রথম সিনেমা আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত ইভা। সিনেমাটিতে নিজের যাত্রা নিয়ে অনুভূতি প্রকাশ করলেন উদীয়মান এই অভিনেত্রী। জানালেন, নির্বাণ-এ তার চরিত্রের নাম মায়া। এই মায়া আর ব্যক্তি ইভা একদমই আলাদা দুই চরিত্র।      ইভা বলেন, ‘নির্বাণ’র মায়ার বয়স আমার চেয়েও বেশি। বয়সের ভারিক্কি আনতে বেগ পেতে হয়েছে আমাকে। কারণ, মায়া আর আমি ব্যক্তি ইভা একেবারেই আলাদা। আমরা এক মাস গাজীপুরে ট্রান্সফর্মার ফ্যাক্টরিতে কাজ করেছি। আমি আসলে ট্রান্সফর্মারের কোর জিনিসপত্র বানানো শিখছি, বানিয়েছি। টাইম মেইনটেইন করেই অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করেছি, যাতে আমাদের আলাদা না লাগে। এই দীর্ঘ সময়ে আমার কো-অ্যাক্টরদের সঙ্গে ভীষণ ভালো বন্ডিং হয়েছে, যা কাজেও হেল্প করেছে। সিনেমাটির শুটিংয়ের সময়ের কিছু ঘটনার বর্ণনা দিয়ে নবীন এই অভিনেত্রী বলেন, ‘নির্বাণ’র একটা মজার ব্যাপার হচ্ছে এই সিনেমায় আমাদের কোনো স্ক্রিপ্ট ছিল না। আমাদেরকে সিচুয়েশচন বলে দেওয়া হতো সেই অনুযায়ী আমরা অভিনয় করতাম। তবে ক্যারেকটার বায়োগ্রাফি ছিলো প্রত্যেকের-ই শক্তপোক্ত। আসিফ ভাই (নির্মাতা) অধিকাংশ দৃশ্যই এক টেক এ ওকে করেছেন। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কেননা আমরা যখন বারবার একই সিন করতে থাকি একটা সময়ে গিয়ে সেটা মেকি হয়ে যায়। এরই মধ্যে আরও তিনটি সিনেমার কাজ শেষ করেছেন ইভা। তবে সেসব নিয়ে এখনই সংবাদমাধ্যমে মুখ খোলা বারণ নির্মাতাদের। যেমনটি ছিল তার প্রথম সিনেমা ‘নির্বাণ’-এর ক্ষেত্রেও। তাইতো সিনেমাটি নিয়ে আলাদা আবেগের কথা জানালেন তিনি। ইভা বলেন, আমার ক্যারিয়ারে নির্বাণ একটা আলাদা জায়গায় থাকবে সবসময়। আসলে প্রত্যেকটা চরিত্রেরই আলাদা আলাদা জায়গা থেকে যায় আমাদের মধ্যে। তবে মায়া! তার মায়া আমি কাটাতে পারব না। মায়ার যন্ত্রণা, মায়ার কষ্ট এসবই আমার কাছে গচ্ছিত থেকে যাবে। আশা করি এই সিনেমা মস্কোভিযানের পরেও নানান দেশ জয় করবে। আমি অধীর আগ্রহে আছি কবে আমাদের দেশে সবাই মিলে সিনেমাটা দেখব। এদিকে মস্কো উৎসবের ৪৬তম এ আয়োজন শুরু হবে ১৯ এপ্রিল, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। উৎসবে যোগ দিতে ১৮ এপ্রিল মস্কোর উদ্দেশে রওনা দেবেন নির্মাতা আসিফ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন তিনি।
০৫ এপ্রিল ২০২৪, ১৫:২৯

আন্তর্জাতিক আল কুদস দিবস পালিত
আন্তর্জাতিক আল কুদস দিবস হিসেবে রমজানের শেষ শুক্রবার পালন করে আসছে মুসলিমরা। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। ১৯৬৭ সাল থেকে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে আছে। বিশ্বজুড়ে দিনটি এমন এক সময় পালিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে মজলুম ফিলিস্তিনি জনগণের ওপর নতুন করে গণহত্যা শুরু করে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তাদের হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজারেরও বেশি। পবিত্র নগরী আল কুদস বা বায়তুল মুকাদ্দাস হচ্ছে পবিত্র মক্কা মু‘আযযামা ও মদিনা মুনাওয়ারার পরে ইসলামের তৃতীয় পবিত্র স্থান; যেখানে অবস্থিত ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা। হজরত রসূলে আকরাম (সা.) মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুন্নবী ও বায়তুল মুকাদ্দাসের মসজিদুল আকসার উদ্দেশে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ বলে উল্লেখ করেছেন। হজরত মুহাম্মদ (সা.) এর হিজরতের আগে মক্কায় এবং হিজরতের পরে মদিনায়ও বেশ কিছু দিন মসজিদুল আকসাই ছিল মুসলমানদের কিবলা, পরে আল্লাহ তায়ালার আদেশে মক্কা নগরীর কাবা ঘর কিবলা হিসেবে নির্ধারিত হয়। হজরত মুহাম্মদ (সা.) এ মসজিদুল আকসা থেকেই মিরাজে গমন করেছিলেন। তাই বায়তুল মুকাদ্দাস দুনিয়ার অন্য অনেক ভূখণ্ডের মতো কোনো সাধারণ ভূখণ্ড নয়। বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা তথা সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড বহু নবী রাসূলের (আ.) স্মৃতি বিজড়িত এবং কুরআন মজিদে এ পুরো ভূখণ্ডকে ‘আর্দে মুকাদ্দাস’ বা ‘পবিত্র ভূমি’ বলে উল্লেখ করা হয়েছে। এ জন্য মসজিদুল আকসা, বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিনে পবিত্র নামগুলো মুসলমানদের ঈমান ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। বিশ্ব সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী চক্র সাম্প্রদায়িক ইহুদি জায়নিস্টদের ইন্ধন জুগিয়ে ফিলিস্তিনের অধিকার কেড়ে নিয়েছে। তারা একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং মুসলমানদের বর্বরোচিত ভাবে শহর ও গ্রাম থেকে উচ্ছেদ করছে। ফিলিস্তিন জবর দখলদার সাম্প্রদায়িক ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা সংগ্রাম ও যুদ্ধ করে চলেছে। প্রতিবাদ করে আসছে বিশ্ববাসী। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী হওয়ার পর ইমাম খোমেনি (র.) ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে রমজান মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক আল কুদস দিবস পালনের আহ্বান জানান। সেই থেকে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র বায়তুল মুকাদ্দাসকে দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন হয়ে আছে এটি। ইমাম খোমেনির আহ্বানে ১৯৭৯ সালে ইরানে প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক আল কুদস দিবস। এ দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ এবং দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা। আজ বিশ্বের নানা দেশে দিবসটি পালিত হচ্ছে।
০৫ এপ্রিল ২০২৪, ১৫:০৩

প্রথম বাংলাদেশি হিসেবে দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিক ফারিহার
বিশ্ব ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। হোম অব ক্রিকেট মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে প্যাভিলিয়নে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি এই পেসার। এর আগে, ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে। মিরপুরে তখন হ্যারিস ও ওয়ারেহামের শো চলছিল। সফরকারীরা যেভাবে খেলছিল, তাতে মনে হচ্ছিল দুইশ পেরিয়ে যাবে দলীয় পুঁজি। তবে ইনিংসের ১২তম ওভারে ওয়ারেহাম প্যাভিলিয়নে ফিরলেই পাল্টে যায় ম্যাচের চিত্র। পরের ওভারে ফাহিমার জোড়া আঘাতে অ্যাশলেই গার্ডনারের পর ফেরেন হ্যারিস। তবে ইনিংসের মূল নাটকীয়তা তখনও বাকি। ইনিংসের শেষ ওভারে আক্রমণে আসেন ফারিহা। তার ওভারেই প্রথম বলেই বাউন্ডারি হাঁকান পেরি। পরের দুই বলে আসে ২ রান। চতুর্থ বলে ওয়াইড লং অফে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ফেরেন পেরি। পরের বলে পয়েন্টে ধরা পড়েন মলিনু। শেষ বলে অ্যারাউন্ড দ্য লেগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড হন মুনি। তাকে বোল্ড করেই হ্যাটট্রিক পূরণ করেন টাইগ্রেস পেসার। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে জোড়া হ্যাটট্রিকের মালিক এখন তৃষ্ণা। এর আগে, উগান্ডার কনসুলেট আওয়েকো ও হংকংয়ের ক্যারি চ্যানের এই কীর্তি গড়েন।
০২ এপ্রিল ২০২৪, ১৪:৪৪

বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলার এবং অন্যান্য বিদেশি মুদ্রা বিনিময় কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ মার্চ) দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জন ব্যাংকার ও দুইজন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মালিককে আসামি করা হয়েছে। দুদক সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সিনিয়র প্রন্সিপাল অফিসার ও বুথ ইনচার্জ আনোয়ার পারভেজ, প্রিন্সিপাল অফিসার শামীম আহমেদ, মো. আশিকুজ্জামান, সিনিয়র অফিসার মো. সুরুজ জামাল, অমিত চন্দ্র দে, মো. মানিক মিয়া, সাদিক ইকবাল, মো. সুজন আলী ও মো. হুমায়ুন কবির। অন্যদিকে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. শরীফুল ইসলাম ভূঁইয়া (ক্যাশ), মো. কামরুল ইসলাম (ক্যাশ), একই ব্যাংকের সিনিয়র অফিসার মো. সোহরাব উদ্দিন খান, খান আশিকুর রহমান, এবিএম সাজ্জাদ হায়দার (ক্যাশ), সামিউল ইসলাম খান, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আব্দুর রাজ্জাককে আসামি করা হয়। এ ছাড়া বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অফিসার মো. আবু তারেক প্রধান, ব্যাংকটির সাপোর্টিং স্টাফ মো. মোশাররফ হোসেন, এভিয়া মানি এক্সচেঞ্জারের কাস্টমাস সার্ভিস ম্যানেজার মো. আসাদুল হোসেন ও ইম্পিরিয়াল মানি এক্সচেঞ্জের পরিচালক কে এম কবির আহমেদকে আসামি করা হয়। এ বিষয়ে দুদক সচিব বলেন, বিমানবন্দরে দায়িত্ব পালনরত অবস্থায় আসামিদের বিরুদ্ধে বিদেশি মুদ্রা ক্রয়-বিক্রয় ও মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা অবৈধভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের অবৈধভাবে মুদ্রা সরবরাহ করছেন। তিনি বলেন, অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয়ের কারণে বৈধ ব্যাংকিং চ্যানেল থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অবৈধ এসব অর্থ দেশের বাইরে পাচারও হতে পারে। দুদক এখন থেকে এসব বিষয়ে নিয়মিত তদারকি করবে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশ থেকে আসা যাত্রীরা প্রতিদিন শত কোটি টাকার বেশি মূল্যের ডলার ও বৈদেশিক মুদ্রা আনেন। এসব ডলার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করছে চক্রটি।  জাল ভাউচারে যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে পরে তা খোলা বাজারে ছাড়া হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও নিবন্ধিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও তারা বেআইনিভাবে বিদেশি মুদ্রা কিনে ব্যক্তিগত লাভের জন্য খোলা বাজারে বিক্রি করছেন।
২৭ মার্চ ২০২৪, ১৯:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়