• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
কলকাতার বড়বাজারে আগুন
কলকাতার বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ এপ্রিল) ভোরে বড়বাজারে নাখোদা মসজিদের পাশে ১২ নম্বর গোবিন্দ চন্দ্র লেনে পিচ বোর্ডের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে অন্তত ৩টি বহুতল বাড়িতে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।  দমকলের তৎপরতার কারণে এই ঘটনায় কেউ প্রাণ হারাননি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, গুদামের কার্টন বাক্সগুলোতে জিন্সের জামা, প্যান্ট, সোয়েটার, বাচ্চাদের খেলনার জিনিসসহ বেশ কিছু সরঞ্জাম মজুত ছিল। সেগুলো প্রায় সবই আগুনে ভস্মীভূত হয়েছে।
২৯ এপ্রিল ২০২৪, ১৫:১৯

রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
রাজধানীতে অবস্থিত সৌদি দূতাবাসের ভেতরে একটি তাঁবুতে আগুন লাগার ঘটনার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে নতুন বাজারে অবস্থিত সৌদি দূতাবাসে ৫টা ৫৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি দূতাবাসের ভেতরে একটি তাঁবুতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের খবর দিলে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  তবে আগুন কীভাবে লেগেছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
২৬ এপ্রিল ২০২৪, ১৯:৪১

দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
দিনাজপুরে দশ মাইল মোড়ে পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। একঘন্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে দিনাজপুর দশ মাইল মোড়ে আরিফ ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাম্পের ট্যাংকিতে জ্বালানি তেল থাকায় আগুনের ভয়াবহতা বাড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার আব্দুল খালেক। তবে তিনি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। খবর পেয়ে দিনাজপুর শহরের ফায়ার সার্ভিস, কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসেসহ মোট ৩ টি ইউনিট একঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাম্পে থাকা দুটি ট্রাকেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
২৬ এপ্রিল ২০২৪, ০০:৫৩

প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতাসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে নজরুল ইসলাম দীপক নামে আরও একজন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে শামীম পারভেজ (৩০)। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়। অন্যদিকে ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে মো. সুরুজ আলী (৭০)  ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।   ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের ফিশারির মাছ বিক্রি করে প্রাইভেটকারে ময়মনসিংহ থেকে ত্রিশালের নিজবাড়িতে ফিরছিলেন কৃষক লীগ নেতা শামীম ও নজরুল ইসলাম দীপক। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নুরুর দোকান নামক স্থানে আসতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটিতে আগুন লেগে গেলে যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা নজরুল ইসলাম দীপক নামে আরও একজন আহত হন।   তিনি আরও জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ময়মনসিংহের ফুলপুরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে ট্রাকচাপায় সুরুজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান। তিনি জানান, নিহত সুরুজ আলী ফজরের নামাজ পড়তে বের হয়ে সড়কে আসলে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুর নামকস্থানে ময়মনসিংহ থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক হঠাৎ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
২৫ এপ্রিল ২০২৪, ১৩:৩০

গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচটি গরুসহ গাড়ি রেখে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। এ সময় স্থানীয় উৎসুক জনতা গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।  বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত সজল খান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচটি গরুবোঝাই একটি মাঝারি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এলাকাবাসীর সন্দেহ হলে গাড়িটিকে ধাওয়া করে। এ সময় গাড়ির ড্রাইভারের রাস্তা পরিচিত না হওয়ায় গাড়িটি জামুরিয়া ইউনিয়নের আঞ্চলিক সড়কের গালা গ্রামে প্রবেশ করে। তখন স্থানীয়দের জমায়েত দেখে গাড়ি রেখে ড্রাইভার এবং চোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয় উৎসুক জনতা গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখনও গরুর মালিকের খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে গরুগুলো এলাকাবাসীর হেফাজতে রয়েছে। ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত সজল খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো চোরাই গরু। চোর চক্র হয়তো চুরি করে নেওয়ার সময় ধরা পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আটকের অভিযানও অব্যাহত রয়েছে।
২৪ এপ্রিল ২০২৪, ১৭:১২

শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীর ঘাটে এমভি বাঙালি নামে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ ‍মিনিটে লঞ্চটির তিনতলায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের খবর পেয়ে শ্যামবাজার ঘাটে পাঁচটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।  তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছুই জানতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তালহা বিন জসিম বলেন, আগুন লাগার সময় লঞ্চটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষয়ক্ষতির ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে। 
২৩ এপ্রিল ২০২৪, ১৫:০৫

গরমে এসি ও ফ্যানের বাজারে আগুন
রাজধানীসহ সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গড় তাপমাত্রা  প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঘরের ভেতরে-বাইরে কোথাও স্বস্তি নেই। বাইরে বের হলে যেন আগুনের আঁচ লাগে শরীরে। ঘরের ছোট ছোট বাচ্চারা কান্না করে গরমে। রাতে ঘুমাতে পারে না। গরমে দুর্বিষহ এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ ভিড় করছে এসি ও ফ্যান দোকানে।  কয়েক দিন আগেও ইলেকট্রনিকস পণ্যের দোকানগুলোয় এসির ক্রেতা ছিল না তেমন। তবে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় দোকানে দোকানে বেড়েছে ক্রেতা। সেই সঙ্গে বেড়েছে ফ্যান ও এসির দামও। তাপপ্রবাহকে পুঁজি করে গত এক সপ্তাহের ব্যবধানে এসির দাম বেড়েছে টনপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা। দাম বেড়েছে ফ্যানেরও।  সোমবার (২২ এপ্রিল) রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, পল্টন, বিজয়নগরসহ কয়েকটি স্থানে ঘুরে এসব দৃশ্যের দেখা মেলে। ব্যবসায়ীরা জানান, দাম বাড়ার পেছনে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোর হাত নেই। তাদের মতে ডিলাররাই নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন।   গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে একটি দোকানে এসি কিনতে ভিড় জমে যায় ক্রেতাদের। কারও এক টন কারও প্রয়োজন দুই টনের এসি। তারা দরদাম ঠিক করছেন। কেউ দাম শুনে এসি না কিনেই চলে যাচ্ছেন।  মহাখালী থেকে আসা ক্রেতা মাহবুব হোসেন বলেন, গরমে অসহ্য হয়ে পড়েছি। ফ্যানের বাতাসে কাজ হয় না। তাই এসি কিনতে এসেছি। তবে এসির দাম অনেক বেশি। দুই সপ্তাহ আগে যে এসি ৪৫ থেকে ৫২ হাজারের মধ্যে পাওয়া যেত এখন সেটা ৬০ হাজার টাকার বেশি। এসি কিনতে আসা রুকন মিয়া বলেন, দেড় টনের এসি কিনতে বাজারে এসে দেখলাম দাম বেশ চড়া। ভেবেছিলাম দাম কমলে দুদিন পর নেব, কিন্তু যে গরম পড়েছে তাতে এসিটাও খুব জরুরি। তাই তাড়াতাড়ি দুটনের একটি এসি নিয়ে নিলাম। তবে এলাকার খুচরা দোকানগুলোর চেয়ে এখানকার পাইকারি দোকানে এসির দাম কিছুটা কম আছে।   এসির পরিবেশক প্রতিষ্ঠান সরকার এন্টারপ্রাইজের শেয়ারহোল্ডার এসি দামের বিষয়ে বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে এসির চাহিদা বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর শুরু থেকেই প্রতিটি এসির দাম ৩ থেকে ৫ হাজার টাকা বেশি। এছাড়া ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হওয়ায় পণ্য আসতে দেরি হয়েছে। তিনি আরও বলেন, গত মাসের শুরুতে যে এসির দাম ৩৫ হাজার ছিল, ১৫-২০ দিনের ব্যবধানে দাম বেড়ে হয়েছে ৩৮ হাজার টাকা। বাধ্য হয়ে ক্রেতারা বেশি দামে কিনছেন। অতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে পণ্য পর্যাপ্ত থাকছে না। ফলে কিছুসংখ্যক ক্রেতা ফেরতও যাচ্ছেন।  এদিকে, এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি চার্জার ফ্যানের দাম বেড়েছে। মান ও আকারভেদে দাম বেড়েছে ৩০০-৫০০ টাকা। বেশি বেড়েছে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান।   
২৩ এপ্রিল ২০২৪, ০২:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়