• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-৫ আসনে পুনর্নির্বাচনের দাবি সালাউদ্দিনের (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২০, ১৯:২৪

বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। আজ শনিবার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক এক ঘণ্টা আগে বিকেল চারটার দিকে তিনি পুনর্নির্বাচনের দাবি তোলেন।

সালাউদ্দিন বলেন, আমি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করা হয়েছে। এটি সুষ্ঠু নির্বাচন নয়, প্রহসনের নির্বাচন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন ভোট কারচুপি ছাড়া কিছুই উপহার দিতে পারেনি।

আরও পড়ুনঃ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয় আটক

তিনি দাবি করেন ১৪ ওয়ার্ডের অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করে আমাদের কোনো এজেন্ট পাইনি।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মনিরুল ইসলাম মনু। আর জাতীয় পার্টির প্রার্থী মীর আবদুস সবুর আসুদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান।

উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী ফুটবল লিগের সূচি বদলে দিলেন সালাউদ্দিন
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
জাতীয় দলের কোচ না হওয়ার আসল কারণ জানালেন সালাউদ্দিন
X
Fresh