• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

আবারো যুক্তরাষ্ট্রে কাউন্সিলর হলেন সিলেটের তাহসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ নভেম্বর ২০১৭, ১৭:৫১

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হেলডন নগর থেকে আবারো স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের তাহসিনা আহমেদ।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচন হয়। এই নির্বাচনে তিনি আবারো কাউন্সিলর নির্বাচিত হন।

বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা আহমেদ হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর হিসেবে প্রথম দফায় ২০১৪ সালে নির্বাচিত হয়েছিলেন।

এবার দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচিত হয়ে পুনরায় দায়িত্বগ্রহণ করেছেন।

তাহসিনার পৈত্রিক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তার বাবার নাম আমিন আহমেদ ও মা দিলশান আহমেদ।

দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাহসিনা আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি যুক্তরাষ্ট্রের হেলডনে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করেন তাহসিনা।

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে কাজের পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তাহসিনা।

সি/

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
X
Fresh