• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ক্যানসারে না ফেরার দেশে কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২১, ২২:১১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদী মারা গেছেন। তানিন বিভাগটির ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। তানিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার লাখশিবপুর গ্রামে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো ভাই মনির হোসেন।

মনির হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন তানিন।

তানিনের বিভাগ ও সহপাঠীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছুদিনের পর তানিনের হাঁটুতে ক্যানসার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য ভারতে নেয়া হয় এবং সেখান থেকে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। কিন্তু পরবর্তী সময়ে ২০২০ সালের সেপ্টেম্বরে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়লে আবারও তাকে ভারত পাঠানো হয়। সেখান থেকে গত ডিসেম্বরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশেও ফিরে আসে তানিন। তার অবস্থা সম্পর্কে সে সময় ভারতের চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীর ক্যানসারের জীবাণুমুক্ত। তবে ঝুঁকি রয়ে গেছে। তাই তানিনকে ফলোআপের মধ্য দিয়ে যেতে হবে।

এর মধ্যেই চলতি মাসের মাঝামাঝিতে তানিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়া হয়। ঢাকার ইবনে সিনা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তানিনকে তার গ্রামের বাড়ি চাঁদপুরে দাফনের কথা রয়েছে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবেসে বিয়ে, সমাপ্তি ঘটলো মৃত্যু দিয়ে
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
সংঘর্ষে মৃত্যুর জেরে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ
মসিক কাউন্সিলর ফারুকের মৃত্যু
X
Fresh