• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

‘১৭ এপ্রিলের মধ্যে ঢাবির সব শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে’

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৯
‘১৭ এপ্রিলের মধ্যে ঢাবির সব শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে’
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে হল খোলা হবে।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে এসব তথ্য জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেন, হল খোলার এক মাস আগেই শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ সরকারকে নিশ্চিত করতে হবে। নিজ ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ চলমান থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার আগে নতুন করে কোনও পরীক্ষা নেওয়া হবে না।

আরও পড়ুন :

তিনি বলেন, আগে ১৩ মার্চ পর্যন্ত যে রুটিন ছিল, তা আর থাকছে না। অনুষদ ও বিভাগ সমন্বয় করে ১৭ মে’র দুই সপ্তাহ পর থেকে পরীক্ষা কার্যক্রম চলবে। ১৩ মার্চকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলোর ঘোষণা ছিল, সেগুলো থাকবে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদানের সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি : মেয়র আতিক 
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
X
Fresh