• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ওজন কমায় মেথি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২০
Fenugreek
মেথি

দ্রুত ওজন কমানোর একাধিক ঘরোয়া টোটকা (পাতি লেবুর রস, জিরা, রসুন ইত্যাদি) আমরা অনেকে কাজে লাগাই। তবে ভেষজ মশলা হিসেবে মেথি বীজ ব্যবহার করে দ্রুত ওজন কমানো যায়।

আপনার জন্য রইলো দুর্দান্ত কয়েকটি কৌশল

মেথি চা:

মেথি বীজের চা ওজন কমাতে এবং ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর। সামান্য পানি দিয়ে কিছু মেথি বীজ বেটে পেস্ট তৈরি করুন। একটি পাত্রে খানিকটা পানি ফুটিয়ে নিয়ে তার সঙ্গে ওই মেথি পেস্ট মিশিয়ে দিন। চাইলে এর সঙ্গে কিছু ভেষজ মশলাও দেয়া যেতে পারে। যেমন, আদা বা দারচিনি। তার পর পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে একসঙ্গে সবকটি মশলা অন্তত ৫ মিনিট ফুটান। প্রতিদিন খালি পেটে এই চা খেতে পারলে ফল পাবেন হাতেনাতে।

ভাজা মেথি:

সামান্য আঁচে তেল ছাড়াই কিছুটা মেথি ভাজুন। সেগুলো গুঁড়ো করে নিন। এর পর সামান্য উষ্ণ পানির সঙ্গে ওই মেথির গুঁড়া মিশিয়ে সকালে খালি পেটে নিয়মিত খেতে পারলে ওজন দ্রুত কমবে।

মেথি ভেজানো পানি:

মেথি ভেজানো পানি খেলেও দ্রুত ওজন কমে। এছাড়া মেথি পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন পানি ছেঁকে নিয়ে খালি পেটে চিবিয়েও খেতে পারেন।

অঙ্কুরিত মেথিবীজ:

অঙ্কুরিত মেথি বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড, ভিটামিন এ, বি, সি এবং ই। এছাড়া আছে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, জিংক, হজম সহায়ক বিভিন্ন খনিজ পদার্থ।

ওজন কমানোর জন্য একটি পাতলা কাপড় পানিতে ভিজিয়ে নিন। এরপর পরিমাণ মতো মেথি বীজ নিয়ে সেটি ওই পাতলা ভেজা কাপড়ে রেখে ৩ রাত মুড়িয়ে রাখুন। ৩ দিন পর মেথি বীজগুলো অঙ্কুরিত হলে সেগুলো খেলে ওজন কমবে দ্রুত।

সূত্র- জিনিউজ

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
X
Fresh