logo
  • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

পিছিয়ে গেলেন সালমান

বিনোদন ডেস্ক
|  ২২ জুলাই ২০২০, ১৮:৪৫ | আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:৪২
salman khan,
ছবি সংগৃহীত
সুপারস্টার সালমান খান অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ছবির শুটিং করোনার কারণে বন্ধ হয়ে যায়। গেল ঈদে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত শুটিং শেষ না হওয়ায় পিছিয়ে যায়।  

এর মধ্যে বিদেশে আউটডোর বন্ধ রেখে মুম্বাইতেই ছবির কিছু অংশের শুটিং করবেন সালমান এমনটাই শোনা গিয়েছিল। নির্মাতা প্রসাশনের থেকে অনুমতি নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বিচার করে এখনো ছবির শুটিং শুরু করার অনুমতি পাননি নির্মাতা। খবর ভারতীয় গণমাধ্যমের।

আসছে অক্টোবরের আগে ছবির শুটিং নাকি কোনোভাবেই শুরু করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ছবির ইউনিট। ফলে দিওয়ালিতেও ছবিটি মুক্তির সম্ভাবনা নেই। সব কিছু ঠিক থাকলে আগামী বছর হয়তোবা কোনো উৎসবে ছবিটি মুক্তি পেতে পারে। কারণ সালমানের ছবি উৎসবকে কেন্দ্র করেই মুক্তি পেয়ে থাকে।

এদিকে সালমান নাকি ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই সিরিজের তৃতীয় ছবিটি পরিচালনার জন্য কবীর খানকেই সালমানের পছন্দ এমটাই জানা যায়।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়