logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ভেঙে পড়েছেন করণ জোহর

বিনোদন ডেস্ক
|  ০৭ জুলাই ২০২০, ১৭:২০ | আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৮:৩৪
Karan Johar
ছবিতে করণ জোহর
বলিউডের খ্যাতিমান পরিচালক ও প্রযোজক করণ জোহর হাজার প্রশ্ন এবং অভিযোগের মুখে মানসিকভাবে ভেঙে পড়েছেন। খবর ভারতীয় গণমাধ্যমের।

গেল ১৪ জুন নিজের ফ্ল্যাটে জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নায়কের আত্মহত্যায় পরোক্ষ প্ররোচনা দেয়ারও অভিযোগ এনে মামলাও দায়ের করা হয় করণের বিরুদ্ধে।

এছাড়াও বার বার উঠে এসেছে স্বজনপোষণের প্রসঙ্গও। করণ এই লড়াইয়ে সেভাবে কাউকেই পাশে পাননি। ফলে একপ্রকার গুটিয়ে নিয়েছেন নিজেকে। শুধু তাই নয় এমএএমআই পুরস্কারের মতো অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘করণ ভীষণ ভেঙে পড়েছেন। বহু বছর ধরে ট্রোলড হয়েছে সে (করণ)। ভেবেছিল গায়ের চামড়া মোটা হয়ে গেছে। কিন্তু সুশান্তের মৃত্যুর পর ও যে ব্যবহারটা পেলো, তাতে আর নিজেকে সামলাতে পারছে না।

করণ কোনো বিবৃতি দিতে চান কিনা জবাবে তিনি বলেন, ‘একেবারেই নয়। তার আইনজীবীরা পরামর্শ দিয়েছে একদম চুপ থাকার জন্য। আর এই মুহূর্তে কোনো কথা বলার অবস্থাতেও নেই করণ।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়