• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মহেশ-আলিয়ার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

  ০৪ জুলাই ২০২০, ২৩:৪১
Alia Bhatt, Mahesh Bhatt,
ছবিতে মহেশ-আলিয়া।

এবার মহেশ ভাট ও আলিয়া ভাটের বিরুদ্ধে হিন্দুধর্মকে অপমান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সদ্য মুক্তি পাওয়া ‘সড়ক ২’র পোস্টার হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে।

এমন অভিযোগ তুলেই ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এর এ এবং ১২০’র বি ধারায় মামলা দায়ের হয়েছে খ্যাতিমান পরিচালক-প্রযোজক মহেশ ভাটের বিরুদ্ধে। তার মেয়ে আলিয়া যেহেতু এই ছবির মূল চরিত্রে রয়েছেন। ফলস্বরূপ, রোষ গিয়ে পড়েছে আলিয়ার উপরেও।


সিকন্দরপুরের বাসিন্দা আচার্য চন্দ্র কিশোর পরাশর নামে জনৈক ব্যক্তি ‘ভাট ক্যাম্পের’ বিরুদ্ধে হিন্দুধর্মকে আঘাত করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

পোস্টার নিয়ে আপত্তি প্রসঙ্গে মামলা দায়েরকারী চন্দ্র কিশোরের আইনজীবী সোনু কুমার জানিয়েছেন, ‘সড়ক ২’ সিনেমার নতুন পোস্টারে যেভাবে কৈলাস পর্বতকে তুলে ধরা হয়েছে, তা হিন্দু ধর্মের জন্য যথেষ্ট অপমানজনক।

তাদের বক্তব্য, কৈলাসের মানস সরোবর হিন্দুদের পবিত্র একটি স্থান, যেখানে শিবশম্ভুর বাস, বলেই লোককথায় প্রচলিত রয়েছে।

সেই পর্বতের ছবি নিয়ে কি ঠাট্টা চলছে? প্রশ্ন তুলেছেন চন্দ্র কিশোর এবং তার আইনজীবী সোনু কুমার। সড়ক ২ এর মধ্যে দিয়ে দীর্ঘ ২০ বছর পর পরিচালনায় ফিরছিলেন মহেশ ভাট। সিনেমাটি ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘সড়ক’-এর সিক্যুয়েল।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নারী নেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ৬ জনকে আসামি করে মামলা
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী 
ফের পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন
X
Fresh