logo
  • ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৭

শহরের আটপৌরে জীবনের ‘সংসার’

বিনোদন ডেস্ক
|  ০৪ জুলাই ২০২০, ১৮:৪২ | আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৯:৩২
shangsar
ছবিতে পোস্টার
শহরের আটপৌরে জীবনে শাশুড়িকে সঙ্গে নিয়ে থাকে এক দম্পতি। ছোট বাসায় সন্তানসহ বেশ ভালোই আছেন তারা। কিন্তু সমস্যা বাধে শাশুড়িকে নিয়ে। তাকে একদমই সহ্য হয় না বউয়ের। এমনই গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংসার’।

এটি পরিচালনা করেছেন জাকির হোসেন সিমান্ত। সামাজিক বার্তা সম্মলিত ‘সংসার’ শনিবার (৪ জুলাই) স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশিত হয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে।

এ ব্যাপারে পরিচালক সিমান্ত বলেন,  সমাজকে পরিবর্তন করে দেয়া তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের চলচ্চিত্রটি দেখে একজন মানুষও যদি তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় তাহলে ভালো লাগবে।

গেল ১১ জুন ঢাকায় ‘সংসার’র শুটিং হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন মজুমদার, লিংকন,  রেবেকা ও শিউলী। চিত্রনাট্য করেছেন আহমেদ জামান শিমুল। ক্যামেরায় ছিলেন ফরহাদ হোসেন। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়