logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

টাইটানিক'র নায়িকার যে ছবি ভাইরাল

হলিউড তারকা কেট উইন্সলেট। 'টাইটানিক' সিনেমায় অভিনয় করে কেড়েছিলেন কোটি মানুষের ভালোবাসা। গেলো কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছেন কেট। এখন তিনি শুটিং করছেন 'মাউন্টেন বিটওয়েন আস' সিনেমার। এতে অভিনেতা ইদ্রিস অ্যালবার বিপরীতে দেখা যাবে তাকে।

সম্প্রতি এই সিনেমার শুটিংয়ের একটি ঘনিষ্ঠ দৃশ্যের ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন কেট। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যেই সবার সামনে অ্যালবাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন কেট। কালো রঙা ফ্রকে আবেদনময়ী এ ছবিটির মাধ্যমে 'মাউন্টেন বিটওয়েন আস'র প্রচারণা শুরু করলেন কেট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে। এখন কানাডায় এর শুটিং চলছে।পরিচালনা করছেন হানি আবু আসাদ। একটি বিমান দুর্ঘটনা নিয়ে তৈরি হচ্ছে 'মাউন্টেন বিটওয়েন আস'। আসছে অক্টোবরে ছবিটি মুক্তি পাবার কথা।

চুম্বন দৃশ্যের ক্যাপশনে কেট লিখেছেন, 'মাউন্টেন বিটওয়েন আস' একটি প্রেম ও আবেগের গল্প। দুর্ঘটনার পর ভালোবাসার দু'জন মানুষ একে অপরকে খুঁজে পাবার জন্য কী রকম আকুল হয়ে ওঠে এবং কতটা বাধার সম্মুখীন হয় তাই তুলে ধরা হয়েছে ছবিটিতে। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।

এইচএম

RTV Drama
RTVPLUS