• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

টেলিপ্যাব থেকে ইরেশ যাকেরের পদত্যাগের সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১২:০৩
Actor-producer Iresh Jaker is resigning from the post of president
ছবি সংগৃহীত

অবশেষে গুঞ্জনই সত্যি হতে চলেছে। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের।

আন্তঃসংগঠনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের জের ধরে সংগঠনের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

শনিবার সংগঠন বরাবর এক চিঠি পাঠিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইরেশ যাকের। বিষয়টি গণমাধ্যমে বলেছেন তিনি নিজেই।

করোনার সংকট শুরু পর থেকেই প্রায় দেড় মাস ধরে নাটকের শুটিং বন্ধ রয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে শুটিংয়ের অনুমতি চান অনেক প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। এ নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা তৈরি হয়েছে।

আজ রোববার থেকে ছয়টি শর্ত মেনে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। এছাড়া অনুমতি ছাড়া লকডাউনে কতিপয় শিল্পীদের শুটিং করার কারণ দর্শানোর নোটিশ পাঠানোসহ আন্তঃসংগঠনের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠনের কিছু সিদ্ধান্তে অনাস্থা জানিয়ে অনেকে অভিযোগ করছেন, সদস্যদের কথা চিন্তা না করে নেতারা নিজেদের স্বার্থেই এসব সিদ্ধান্ত গ্রহণ করছেন। যা মেনে নেয়া যায় না। শোনা যাচ্ছে, জটিলতার মুখেই নিজের পদ থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন ইরেশ যাকের। তবে এ নিয়ে কাউকে দোষারোপ করেননি তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ
চাল-মোবাইল ব্যবসায়ীদের নিয়ে কমিটি, ছাত্রলীগ নেতার পদত্যাগ!
X
Fresh