logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮

আব্দুল রাজ্জাককে বিয়ে নিয়ে মুখ খুললেন তামান্না

তামান্না-রাজ্জাক
২০১৭ সালের সেই ছবি

‘বাহুবলী’ খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া সঙ্গে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের বিয়ের গুঞ্জন উঠে। দুজনের একসঙ্গে একটি ছবি নিয়েই এই গুঞ্জনের সূত্রপাত।

হঠাৎ গুঞ্জন উঠেছে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে বিয়ে করছেন নায়িকা।

সম্প্রতি তামান্নার সঙ্গে রাজ্জাকের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তামান্নার সঙ্গে রয়েছেন আবদুল রাজ্জাক। তার হাতেও গয়না রয়েছে।

পরে অবশ্য জানা যায়, সেই ছবিটি বেশ পুরোনো। ২০১৭ সালে দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে একই সঙ্গে আমন্ত্রিত ছিলেন তারা। পুরোনো সেই ছবি সামনে আসতেই জল্পনা-কল্পনা শুরু হয়। ভক্তরা ধরে নেন, রাজ্জাক-তামান্না বিয়ের কেনাকাটা করছেন।

এদিকে গুজব নিয়ে মুখ খুললেন তামান্নাও। তিনি বলেছেন, কখনও অভিনেতা, কখনও চিকিৎসক আবার কখনও ক্রিকেটারের সঙ্গে আমার প্রেম-বিয়ের খবর ছড়িয়ে পড়ছে। আমি আসলে সিঙ্গেল জীবনে অনেক ভালো আছি।

দক্ষিণী সিনেমার এই নায়িকা জানালেন, এই মুহূর্তে ফিল্ম ক্যারিয়ার নিজেই ব্যস্ত থাকতে চান তিনি। আর রোমান্সটা হোক সিনেমার মধ্যেই সীমাবদ্ধ।

এম

RTV Drama
RTVPLUS