logo
  • ঢাকা শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

সুনিধির দ্বিতীয় বিয়েও ভাঙছে?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ এপ্রিল ২০২০, ১৭:৩৭ | আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৭:৩৯
সুনিধি চৌহান
সুনিধি চৌহান
ভারতীয় জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের প্রথম বিয়ে টেকেনি। মাত্র এক বছরের দাম্পত্য জীবন কাটিয়ে বিচ্ছেদ হয়েছিল প্রথম স্বামী ববি খানের সঙ্গে।

গুঞ্জন উঠেছে, এবার নাকি দ্বিতীয় বিয়েটাও ভাঙতে চলেছে গায়িকার। ২০১২ সালে সুরকার হিতেশ সোনিকের সঙ্গে বিয়ে হয় সুনিধির।

এর আগে হিতেশের সঙ্গে বছর দুয়েক সম্পর্কেও ছিলেন সুনিধি। কদিন আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, সুনিধি আর হিতেশ নাকি একসঙ্গে থাকবেন না। এমন সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। এবার ভাঙতে চলেছে তাদের দীর্ঘ এক দশকের সম্পর্ক।

এদিকে বিষয়টি নিয়ে সুনিধিকে  প্রশ্ন করা হলে, ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গিয়েছেন। এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন সুনিধির স্বামী হিতেশ। বিচ্ছেদ? না। এমন কোনও সম্ভাবনা দূর-দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন না সুরকার হিতেশ সোনিক।

হিতেশ বলেন, এই খবর সত্যি নয়। এই খবর এতই অতিরঞ্জিত যে উত্তর দেওয়া প্রয়োজনই মনে করেননি সুনিধি।

ভারতীয় গণমাধ্যমে তিনি আরও বলেন, আমরা একই ছাদের তলায় থাকি। ঘর পরিষ্কার করতে এত ব্যস্ত যে খবর পড়া হয়নি। হয়তো আমার বাড়ি পরিষ্কারের কাজে ও সন্তুষ্ট নয়, সেকারণেই এসব খবর রটছে।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়