• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

মদের দোকান খোলা রাখার আহ্বান জানিয়ে সমালোচিত ঋষি কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১২:৩৫
ঋষি কাপুর
ছবি সংগৃহীত

করোনাভাইরাস থেকে মুক্তির পথ খুঁজে বের করতে ভারতে লকডাউন চলছে। জনগণকে কঠোরভাবে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই মহামারি থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

দেশের মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন শোবিজ তারকারাও। এমন একটি পরিস্থিতিতে এক সময়ের সুপারস্টার নায়ক ঋষি কাপুরের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

রণবীর কাপুরের বাবার ভাষ্য, লকডাউনের মধ্যে পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষকে কিছুটা চাপমুক্ত রাখতেই মদের দোকান খোলা উচিত।

টুইটারে ঋষি লিখেছেন, ‘আমায় ভুল বুঝবেন না। এই কদিন বাড়িতে বন্দি হয়ে অনেকেই অবসাদ, অনিশ্চয়তায় ভুগবেন। পুলিশ, চিকিৎসক, সাধারণ মানুষ, সবারই একটু মুক্তি প্রয়োজন। ব্ল্য়াকে তো মদ বিক্রি চলছেই।’

মদ বিক্রির ফলে সরকারের ঘরে যে বাড়তি রাজস্ব ঢুকবে, তা এই পরিস্থিতিতে কাজে লাগবে বলেও মত বলি অভিনেতার।

এই পরিস্থিতিতে ঋষির এই পোস্ট নিয়ে সমালোচনা চলছে। আবার কারও কারও মতে খুব একটা খারাপ বলেননি ঋষি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে বসতঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
হাসপাতাল থেকে রিহ্যাবে নিতে ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
X
Fresh