logo
  • ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬

করোনায় বিচ্ছেদ ভুলে গিয়ে এক হলেন হৃত্বিক-সুজান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ মার্চ ২০২০, ১৯:৪৭ | আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:২৮
করোনা, হৃত্বিক-সুজান
হৃত্বিক-সুজান

২০১৪ সালে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় হৃত্বিক ও সুজানের। যদিও তাদের মধ্যে সম্পর্ক কোনোদিন শেষ হয়নি। অভিভাবক হিসেবে তারা বরাবরই নিজেদের সন্তানদের একসঙ্গে সময় দেন। তাদের বিদেশভ্রমণের কথাও নিজেরাই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কখনও কখনও লাঞ্চ ও ডিনারেও যেতে দেখা যায় তাদের।

তবে এবার করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে দুজন এক হয়েছেন। একে অপরের পাশে দাঁড়ানোর জন্য এক হলেন অভিনেতা ও তার সাবেক স্ত্রী। দুই ছেলে রেহান ও হৃদানকে দেখে রাখার জন্যই হৃত্বিক রোশান ও সুজান একসঙ্গে থাকা শুরু করেছেন।

হৃত্বিক নিজেই ইনস্টাগ্রামে সুজানের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায় তাদের লিভিং রুমে বসে আছেন সুজান। লিখেছেন, 'এটা আমার সাবেক স্ত্রী সুজান। ও আপাতত নিজের বাড়ি ছেড়ে এখানে এসে থাকছে। যাতে এই লকডাউনের মুহূর্তে আমাদের দুই সন্তান কারও সংস্পর্শ থেকে বঞ্চিত না হয়।

সেই সঙ্গে সুজানকে ধন্যবাদও জানিয়েছেন হৃত্বিক। লিখেছেন, 'ধন্যবাদ সুজান তোমার এতটা সহযোগিতার জন্য। আমাদের সন্তানেরা গল্প করবে আমরা ওদের জন্য কী কী ভেবেছি জেনে।

জিএ

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯ ১৯
বিশ্ব ৭৪১০৩০ ১৫৬৮৩৮ ৩৫১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়