logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১৬৯ জনের মৃত্যু । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৩ হাজার ১৯৫ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন, মোট আক্রান্ত ২০৬৯ জন, মৃত্যু ৫৩ জন। পাকিস্তানে মোট আক্রান্ত ২,৩৫৫ জন, মৃত্যু ৩২ জন

হোম কোয়ারেন্টিনে ডিপজল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৩ মার্চ ২০২০, ১৮:৩৯
ডিপজল
ছবি সংগৃহীত

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব তারকাই ঘরবন্দি অবস্থায় রয়েছেন। শুধু নিজেরাই নয় ভক্তদেরও ঘরে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছেন তারা। এবার সফল চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।

এ ব্যাপারে ডিপজল বলেন, ‘সবখানে করোনার আতঙ্ক বিরাজ করছে। আমরা যদি এই ভাইরাসের হাত থেকে নিজেদের রক্ষা করতে চাই তাহলে সচেতনতার বিকল্প নাই। আর সে কারণেই আমি ঘরের বাইরে যাচ্ছি না। সব ধরনের কাজ বন্ধ রেখেছি। প্রিয় দেশবাসি আপনাদেরও অনুরোধ করবো কেউ ঘর থেকে বের হবেন না। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।  সবাই সাবধানে থাকবেন।

করোনাভাইরাসে বাংলাদেশে মৃত্যু হয়েছে তিনজনের।  দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩।

করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৬৯৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার ১৩ জন।

 

এম

 

 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৬১ ২৬
বিশ্ব ১০৪১১২৬ ২২১৫৯৫ ৫৫৭৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়