logo
  • ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২০, ১৫ চৈত্র ১৪২৬

আবারও মা হলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৭
বলিউড, শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা, সন্তান
শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার ঘরে এলো কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম আইডিতে এ খবর জানালেন বলিউডের এই দম্পতি। মেয়ের নাম রেখেছেন সামিশা।

রাজ কুন্দ্রা লেখেন, কতটা খুশি বলে বোঝাতে পারব না। সমিশা শেঠি কুন্দ্রা, পরিবারের নতুন সদস্য। কন্যা সন্তানের আগমনে আনন্দিত। গেল ১৫ ফেব্রুয়ারি শিল্পা-রাজের মেয়ে সামিশার জন্ম হয়েছে বলে জানান তারা।

তবে ছবির সঙ্গে মেয়ের নামের অর্থ বুঝিয়ে দিয়েছেন শিল্পা। তিনি লেখেন, আমাদের প্রার্থনার অলৌকিকভাবে উত্তর এসেছে। অন্তরের কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি, কুন্দ্রা পরিবারে ছোট্ট পরি সামিশা শেঠি কুন্দ্রার আগমন হয়েছে। ১৫ ফেব্রুয়ারি জুনিয়র এসএসকে জন্ম হয়েছে, ‘সা’-এর সংস্কৃত অর্থ পাওয়া এবং রাশিয়ান ভাষায় ‘মিশা’ বলতে বোঝায় ‘ঈশ্বরের মতো কেউ’।

ভারতীয় গণমাধ্যম জানায়, সারোগেসির মাধ্যমেই জন্ম হয়েছে শিল্পা-রাজের মেয়ের।

উল্লেখ্য, ২০০৯ সালে শিল্পা শেঠির সঙ্গে ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিয়ে হয়। ২০১২ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তানের। প্রথম সন্তানের নাম ভিয়ান। অন্যদিকে, প্রায় ১২ বছর পর বলিউডে ফিরছেন শিল্পা। ‘নিকম্মা’ ও ‘হাঙ্গামা টু’ সিনেমায় অভিনয় করবেন তিনি।

জিএ  

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৮ ৩০
বিশ্ব ৬৯১৮৬৭ ১৪৬৬১৩ ৩২৯৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়