logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৫ ফাল্গুন ১৪২৬

৫২ বছরে পঞ্চম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ জানুয়ারি ২০২০, ১৮:২১ | আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:২৫
পামেলা অ্যান্ডারসন-জন পিটার্স
জন পিটার্স-পামেলা অ্যান্ডারসন
হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন ৫২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ে করলেন। তার স্বামী ‘ব্যাটম্যান’এর প্রযোজক জন পিটার্স। 

‘বেওয়াচ’ তারকা পামেলার জন্য ঘর বাঁধা আর ঘর ভাঙা যেন নিত্যদিনের সঙ্গী। সোমবার ক্যালিফোর্নিয়ার মালিবুতে গোপনীয়তা বজায়  রেখে ৭৪ বছর বয়সী এই প্রযোজককে বিয়ে করেছেন পামেলা।

জানা গেছে, ৩০ বছর আগে তারা ডেট করেছিলেন। এরপর যোগাযোগ ছিল না তাদের। এতো বছর পর আবার এক হয়েছেন। পিটার অনেক দর্শকপ্রিয় হলিউড সিনেমার প্রযোজনা করেছেন।

তার মাঝে ১৯৭৬ সালে মুক্তি পাওয়া স্ট্রেইস্যান্ডের ‘অ্যা স্টার ইজ বর্ন’, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান’ এবং ১৯৯৯-এর ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ অন্যতম।

স্বামী রিক সলোমনকে তৃতীয় এবং চতুর্থবার বিয়ে করেন পামেলা। এর আগে ২০০৮ সালে প্রথম বিয়ের মাত্র তিন মাসের মাথায় দু’জনের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবারও বিয়ে করেন তারা।

তার আগে টমি লি (১৯৯৫-৯৮) এবং কিড রককে (২০০৬-০৭) বিয়ে করেছিলেন পামেলা।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়