logo
  • ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬

কোনও দুর্ঘটনা হয়নি: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ জানুয়ারি ২০২০, ১৩:০৪ | আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৩:২৭
আলিয়া ভাট
আলিয়া ভাট
বলিউডের হালের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। সাবলীল অভিনয় গুণে দর্শকের মনজয় করেছেন। এই নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

সবার ধারণা ছিল সঞ্জয় লীলা বানসালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে চোট পেয়ে শুটিং থেকে বিরতি নিয়েছেন আলিয়া। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়।

তবে সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে মঙ্গলবার ইনস্টা স্টোরিতে পোস্ট দিয়েছেন আলিয়া। সেখানে লিখেছেন, তিনি সেটে কোনও চোট পাননি। কোনও দুর্ঘটনা হয়নি। তার পুরোনো ব্যথা বেড়েছে। সেই জন্যই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন।

এদিকে মঙ্গলবার থেকেই তিনি আবার শুট শুরু করেছেন। ছবিতে যৌনপল্লির প্রধানের ভূমিকায় দেখা যাবে তাকে। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে ছবিতে তার লুক। সঞ্জয়ের সঙ্গে এটাই প্রথম কাজ মহেশ-কন্যার।

এদিকে গেল বছর জুড়েই রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন আলিয়া। চলতি বছর তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়