logo
  • ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০ আশ্বিন ১৪২৭

ক্রিকেট খেলতে গিয়ে মুখ ফেটেছে শহীদের

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ১১ জানুয়ারি ২০২০, ১৪:৩৫
শহীদ কাপুর
শহীদ কাপুর
বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক শহীদ কাপুর। ক্রিকেট খেলার সময় হঠাৎ একটা বল এসে মুখে লাগে তার। আঘাত গুরুতর বলেই জানা গেছে। অভিনেতার নিজের ঠোঁটটি থেঁতলে গিয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, দক্ষিণী ছবি 'জার্সি'র হিন্দি রিমেকের শুটিং করছিলেন শহীদ। ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাকে। 'জার্সি' ছবিতে তাকে একদম পেশাদার ক্রিকেটারের মতো দেখতে লাগে সেকারণেই অনুশীলনও করেছেন শহীদ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ক্রিকেট অনুশীলনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। নায়কের এই দুর্ঘটনার ফলে শুটিং স্থগিত রাখা হয়েছে।

‘জার্সি’ ছবিটি তেলুগু ভাষায় তৈরি হয়েছিল। এটি পরিচালনা করেছিলেন গৌতম তিন্নানাউরি। হিন্দি ভার্সনটিও তিনিই পরিচালনা করছেন।

এক অসফল ক্রিকেটারের কাহিনি উঠে আসবে ছবিতে। পরিস্থিতি ৩৬ বছর বয়সে ক্রিকেটে ফিরতে বাধ্য করে তাকে। তার চড়াই-উতরাই ঘিরে এগোয় গল্প।

তেলুগু ছবির নায়কের নাম ছিল অর্জুন। এ চরিত্রে অভিনয় করেছিলেন নানি। ২০২০ সালের ২৮ আগস্ট মুক্তি পাবে ‘জার্সি’।  এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’-এ অভিনয় করে বাজিমাত করেন শহীদ। নতুন ছবির অপেক্ষায় তার ভক্তরা। 

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়