logo
  • ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬

‘দুর্গাবতী’ ভূমি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯ | আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:২৫
ভূমি পেডনেকর
নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করতে চলেছেন ভূমি পেডনেকর। ছবির ঘোষণা দিলেন  অক্ষয় কুমার। টি সিরি‌জ প্রযোজিত এই ছবির নাম ‘দুর্গাবতী’। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।

জানা গেছে, গা-ছমছমে থ্রিলার ‘দুর্গাবতী’। পরিচালনায় অশোক। আসছে জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং।

এর আগে ভূমি আর অক্ষয় ‘টয়লেট: এক প্রেম কথা’  ছবিতে জুটি হয়ে কাজ করেছেন। তার পর থেকেই ভূমির সঙ্গে অভিনেতার ভালো সম্পর্কে। শোনা যাচ্ছে, তারা নাকি গোপনে প্রেমও করেছেন।

প্রযোজনা সংস্থার সঙ্গেও অক্ষয়ের খাতির রয়েছে। সে কারণেই ‘দুর্গাবতী’র প্রেজেন্টার হতে রাজি হয়ে গিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয়কে ধন্যবাদ দিয়ে ভূমি লিখেছেন, ‘এমন ছবির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অক্ষয় স্যারকে ধন্যবাদ আমার উপরে ভরসা রাখার জন্য...’ এই মুহূর্তে ভূমি ব্যস্ত তার ‘পতী পত্নী অওর উয়ো’ ছবির প্রচারে।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়