logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৯, ২১:১৭

ক্রিকেটার নাসিরের সেই কথিত প্রেমিকা সিনেমায়

হুমায়রা সুবাহ
হুমায়রা সুবাহ নামে একটি মেয়ে ক্রিকেটার নাসিরের প্রেমিকা বলে দাবি করেন। ফেসবুক লাইভের তার সেই ভিডিও ভাইরাল হয়।

সেসময় তাকে নিয়ে নেটিজেনরা নানা রকম ট্রোলও করেছিলেন। এরপর অনেকটা ডুব মেরেছিলেন সুবহা। হঠাৎ তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কারণ গেল শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল 'বসন্ত বিকেল' চলচ্চিত্রের মহরত। আর এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন সুবাহ। এরই মধ্যে দেওয়ান নাজমুল পরিচালিত 'তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ  আসলামের 'সমাধান' চলচ্চিত্রে কাজ করেছেন সুবহা।

শামসুজ্জামান রিমন প্রযোজিত ‘বসন্ত বিকেল’ ছবিতে শিপন মিত্র ও তানভীর তনুর বিপরীতে অভিনয় করবে সুবাহ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান পরিচালক রফিক শিকদার।

এদিকে ক্রিকেটার নাসিরের প্রসঙ্গ টানতে সুবাহ বলেন, ‘প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। আমাকে  ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলেই ভালো হয়। শুধু ছবি নিয়ে কথা বলতে চাই।’

এম

 

RTVPLUS