logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

সাবেক প্রেমিককে 'কবির সিং' চরিত্রে দেখতে চাননি কারিনা!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ অক্টোবর ২০১৯, ১৬:৪০
কারিনা কাপুর, শহীদ কাপুর, কবির সিং,
কারিনা কাপুর ও শহীদ কাপুরের প্রেম এক সময়ের বহুল চর্চিত বিষয়। প্রেম তো ভেঙেছে সেই কবেই। দুই তারকাই এখন বিয়ে করে সংসারী হয়েছেন। পরিবার নিয়ে দুজনেই সুখে আছেন।

এদিকে সাবেক প্রেমিকের অভিনীত এ বছরের সুপারহিট সিনেমা 'কবির সিং' দেখেননি কারিনা। কারণ  ‘কবির সিং’-এর মতো চরিত্র একেবারেই পছন্দ না তার।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন তিনি। কারিনা বলেন, 'ব্যক্তিগতভাবে এ রকম একটি চরিত্র একেবারেই পছন্দ করি না আমি। কারণ আমি নিজে এ রকম নই।'

ফিল্মের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে যারা সোচ্চার হয়েছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন কারিনা।

বক্স অফিসে  ছবি সুপার হিট হওয়া প্রসঙ্গে কারিনার বলেন, 'কিছু মানুষ রয়েছেন (সংখ্যায় অনেকটাই বেশি) যারা ছবিটির সঙ্গে নিজেকে রিলেট করতে পেরেছিলেন। কারণ মানুষ গিয়েছেন ছবিটি দেখতে। তারা যা দেখতে চান তাই দেখতে পেয়েছেন।'

সন্দীপ ভাঙ্গা পরিচালিত শহীদ কাপুর এবং কিয়ারা আদভানি অভিনীত ছবিটি মুক্তির পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল।

গল্পের নায়ক কবির প্রেমিকাকে পাওয়ার জন্য যে যে পন্থা নেয়, তা মোটেও ভালো চোখে দেখেননি সমালোচকরা। গাঁজা-মদ বা সিগারেটকে যেভাবে ব্যর্থ প্রেমিকের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছিল, তা বিস্মিত করেছিল অনেককে। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়