• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

মোদির জন্য সাপ-কুমির পাঠাতে চান পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৩

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর ভারত জুড়ে যেমন বিতর্ক শুরু হয়েছে, তেমন পাকিস্তানে এ নিয়ে কম জল ঘোলা হয়নি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন বিলুপ্ত করা হয়েছে, এবার তা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানি পপ সঙ্গীতশিল্পী, উপস্থাপক ও অভিনেত্রী রাবি পিরজাদা। সাপ ও কুমির নিয়ে ভারতীয়দের ওপর আক্রমণের হুমকি দেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, সাপ ও কুমিরগুলোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার পাঠাবেন। পাশাপাশি কাশ্মীরকে তারা কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না বলেও ভারতীয়দের সাবধান করেন।

-------------------------------------------------------------------------
আরো পড়ুন: ‘সাহো’ সিনেমায় নায়িকাকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ
-------------------------------------------------------------------------

বিষয়টি নিয়ে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। জানা যায় অভিনেত্রী আরও বলেন, ভারতের সীমান্তে গিয়ে ভিডিওতে দেখানো সাপ ও কুমিরগুলোকে তিনি ছেড়ে দেবেন। ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন তিনি। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। অভিনেত্রীর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনয়ে ফেরা নিয়ে যা বললেন মোনালিসা
মেয়ে প্রিয়মের জন্য পরীমণির বিশেষ আয়োজন
শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষিকাকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
ছেলের পর মেয়ের মা হলেন পরীমণি!
X
Fresh