logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

‘সাহো’ সিনেমায় নায়িকাকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮ | আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৩
প্রভাস-শ্রদ্ধা সাহো
প্রভাস-শ্রদ্ধা
মুক্তির পর বহু ছবির রেকর্ড ভেঙেছে প্রভাস-শ্রদ্ধা অভিনীত ‘সাহো’। যদিও সমালোচকরা খুব একটা ভালো কথা বলছেন না ছবিটি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দর্শক অভিযোগ করেছেন সুজিত পরিচালিত এই ছবিতে ‘মিটু’-কে প্রশ্রয় দেওয়া হয়েছে। 

‘সাহো’-তে প্রভাস ও শ্রদ্ধা কাপুরের পর্দার রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, তেমনই অভিযোগ উঠেছে প্রভাস অভিনীত অশোক চক্রবর্তী চরিত্রটির মেয়েদের প্রতি অবমাননাকর আচরণের। এর আগে ‘কবীর সিং’ ও ‘অর্জুন রেড্ডি’ ছবিতে নারীদের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শক। তবে এবার অভিযোগ গুরুতর হয়েছে। কেউবা লিখেছেন, সাহো হলো কর্মক্ষেত্রে যৌন হেনস্থার একটি গাইড।

ইন্ডিয়াগ্লিটজ-এর একটি প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, নায়ক অশোক সিনেমার প্রথম ভাগে নায়িকা অমৃতার সৌন্দর্য নিয়ে কথা বলতে বলতে মাত্রা ছাড়িয়ে যান। সেই নিয়ে নায়িকা ও তার অন্য পুরুষ সহকর্মীরা কোনও প্রতিবাদ করে না। মিটু-র যুগে কী করে এই ধরনের ব্যাপার ঘটতে পারে কাজের জায়গায়?

সিনেমার প্রথম দৃশ্যে প্রভাস অভিনীত চরিত্রটি দেয়াল বেয়ে ওঠার সময়ে দু’বার শ্রদ্ধা কাপুর অভিনীত চরিত্রকে অশালীনভাবে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে বলেও অভিযোগ উঠছে। এখন পর্যন্ত অবশ্য এই অভিযোগগুলি নিয়ে কোনও বিবৃতি দেননি পরিচালক অথবা প্রযোজনা সংস্থা। তবে ‘বাহুবলী’-র প্রথম ছবির ক্ষেত্রেও একই রকম অভিযোগ উঠেছিল। বলা যায়, দ্বিতীয়বার প্রভাসের ব্লকবাস্টার ছবি নিয়ে প্রশ্ন তুললেন নারীবাদীরা। প্রভাস নিজে অবশ্য এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়