logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৭

বাংলাদেশের সিনেমায় ‘আশিকি ২’র নায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৯ আগস্ট ২০১৯, ১২:০২ | আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৩:০৯
শ্রদ্ধা কাপুর
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয় অর্জন করেন তিনি। এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শ্রদ্ধা। বিগ বাজেটের গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র নায়িকা হিসেবে দেখা যাবে। 

চলচ্চিত্রটির শুটিং হবে- মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। বাজেট প্রায় ৮৪ কোটি টাকা। এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ফেসবুক পোস্টে জানা গেলো ‘মাসুদ রানা’ সিনেমায় দর্শকরা বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে দেখতে পাবেন। 

আজ বৃহস্পতিবার সকালে একটি পোস্টে এমনই চমক লাগা খবর জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সেখানে লেখা হয়, শ্রদ্ধা কাপুর বর্তমানে বলিউডের অন্যতম মেধাবী ও সুন্দরী অভিনেত্রী। তিনি ‘মাসুদ রানা’ ছবিতে জয়েন করছেন।

এদিকে শুক্রবার (৩০ আগস্ট) ভারতে মুক্তি পাচ্ছে শ্রদ্ধার ‘সাহো’। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এবার প্রথম দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন শ্রদ্ধা। তার বিপরীতে আছে ‘বাহুবলি’ খ্যাত তারকা প্রভাস। 

আরও পড়ুন 

এম 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়