• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ব্যাধিমুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখবে হটলাইন কমান্ডো: সোহেল তাজ (ভিডিও)

নাজিব ফরায়েজী, আরটিভি রিপোর্ট

  ২০ জুলাই ২০১৯, ১৭:২৮

সোহেল তাজ আসছেন আপনার দরজায় আপনি রেডি তো? সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের এমন প্রমো ভিডিও নিয়ে কৌতূহল ছিল সবার।

মূলত সামাজিক ব্যাধিকে লাল দেখাতে আসছেন সোহেল তাজ। জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে হটলাইন কমান্ডো নামে রিয়্যালিটি শোর মাধ্যমে তিনি এ কাজ করবেন। আরটিভির সঙ্গে একান্ত আলাপে সোহেল তাজ বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ সব ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে প্রয়োজন মানসিক উন্নয়ন ও দায়িত্ব বোধ। মানুষের ভেতর ভালো গুণগুলোকে জাগিয়ে তুলতেই কাজ শুরু করেছেন বলে জানান তিনি।

বিষয়টি নিয়েও গত বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে জানান হটলাইন কমান্ডো রিয়্যালিটি শোর কথা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যাওয়া সোহেল তাজ জানান, সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে বাঁচাতে এবং সচেতন করতেই তার এই উদ্যোগ। মানুষ নিজে পরিবর্তন না হলে কোনোভাবেই সমাজ বা রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নয়। রিয়্যালিটি শো’টির নাম হটলাইন কমান্ডো হওয়ার কারণও ব্যাখ্যা করেন সোহেল তাজ।

তিনি বলেন, মানুষের মানসিকতার উন্নয়ন না হলে অবকাঠামোসহ কোনও উন্নয়নই কাজে আসবে না। ভেস্তে যাবে আইনের শাসন ও সুশাসন। শুনুন তার মুখেই বিস্তারিত।

জিএ/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে প্রচারিত সংবাদ প্রসঙ্গে পুলিশ টেলিকম সংস্থার প্রতিবাদ
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh