logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

লেখিকা হয়ে এক যুগ পর ফিরছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ জুলাই ২০১৯, ১৫:২৫ | আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:২৯
শিল্পা শেঠি
বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি একযুগ পর অভিনয়ে ফিরছেন। ছবির শুটিং শুরু হতে যাচ্ছে আসছে আগস্ট মাসে। ছবিতে আরও অভিনয় করবেন দিলজিত দোশানজ ও ইয়ামি গৌতম।

bestelectronics
দীর্ঘ ১২ বছর পর অভিনয়ে কামব্যাক করছেন এই অভিনেত্রী। ছবির দ্বিতীয় প্রধান নারী চরিত্রে শিল্পাকে দেখবেন দর্শক। ছবিতে শিল্পার চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচালনায় করছেন হারুন। যিনি ‘রাজু বান গ্যায়া গ্যান্টেলম্যান’, ‘ইয়েস বস’ ও ‘পেহেলি’র মতো ছবির সহকারী পরিচালক ছিলেন। 

মুম্বাই মিররের এক রিপোর্টে বলা হয়, ছবিতে শিল্পার চরিত্রটি একজন লেখকের। লন্ডন ও গ্রিসে প্রায় এক মাসের ছুটি কাটানোর পর আগস্টের প্রথম মুম্বাই ফিরে দ্রুত ছবির শুটিং শুরু করবেন ‘ধারকান’ খ্যাত অভিনেত্রী।

৪৪ বছর বয়সী এই অভিনেত্রীকে সবশেষ রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্স চ্যাপ্টার ৩’র বিচারক হিসেবে দেখা গেছে। আন্তর্জাতিক রিয়্যালিটি শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার ৫’-এ বিজয়ী হওয়ার পর তিনি ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করেন। 

২০০৭ সালে ‘আপনে’ চলচ্চিত্রে শিল্পাকে অভিনয়ে শেষবার দেখা যায়। এরপর ২০০৮ সালে ‘দোস্তানা’ ছবির একটি গানে পারফর্ম করেন। এছাড়া ‘ওম শান্তি ওম’ ছবিতে অতিথি চরিত্রে দেখা মিলেছিল তার। প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছিলেন তিনি। ২০১৪ সালে শিল্পা প্রযোজিত ‘ডিস্ককিইয়ুন’ ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এম/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়