logo
  • ঢাকা শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

এবার ‘মৎস্যকন্যা’ সানি লিওন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ জুলাই ২০১৯, ২০:০২
‘মৎস্যকন্যা’ সানি লিওন

বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গিয়েছিল বন্দুকের গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েছেন সানি লিওন। প্রথম দেখাতে ভক্তরা কিছুটা চমকে গিয়েছিল। পরে জানা যায় একটি শুটিং-এর দৃশ্য।

ভক্তদের সামনে প্রায়ই সময় এরকম নতুন নতুন চমক আনেন বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণ তারকা সানি। এবার মৎস্যকন্যা সেজে আগমন হয়েছে তার। নতুন একটি সিনেমায় কাজ করছেন তিনি। নাম ‘ঝুটা কহি কা’। এই সিনেমার একটি গানে মৎস্যকন্যা হয়ে সবাইকে অবাক করেছেন অভিনেত্রী।

এই ছবিতে অভিনয় করেছেন সানি সিং। ‘সোনু কী টিটু কী সুইটি’ ছবির অভিনেতা সানি সিং এখন বেশ জনপ্রিয়। তার নতুন ছবি ‘ঝুটা কহি কা’।

সানি লিওন যে গানে অভিনয় করেছেন সেটি গেয়েছেন হানি সিং। এর আগে হানি সিংয়ের ‘চার বোতল ভদকা’তে দেখা গিয়েছিল সানিকে।

তবে সানির নতুন এই গানটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যদিও গানের টিজার মুক্তি পেয়েছে।

 

জিএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়