logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

আর বৃষ্টিতে ভিজবেন না ভারতের নায়িকারা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ জুলাই ২০১৯, ১৩:০৮ | আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৩:১৮
ফিল্ম ইন্ডাস্ট্রি, ভারত
ভারতীয় নায়িকাদের রোমান্টিক দৃশ্যে আর বৃষ্টিতে ভিজতে দেখা যাবে না। সেখানে একটা মিথ প্রচলিত আছে যে, ছবিতে নায়িকার বৃষ্টিতে ভেজা মানেই সিনেমা হিট। কিন্তু তীব্র পানি সংকটে ভুগছে দেশটির দক্ষিণের রাজ্য তামিলনাড়ু।

bestelectronics
মানুষের পানির জন্য হাহাকার লেগেছে। ফলে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন অকারণে তারা পানির অপচয় করবেন না। বৃষ্টির দৃশ্য ধারণ করতে গিয়ে তারা আর পানি নষ্ট করবেন না। এর ফলে সিনেমায় আর নায়ক-নায়িকাদের বৃষ্টিতে ভিজতে দেখা যাবে না।

তামিল পরিচালক জি ধনঞ্জয়ন বলেছেন, ‘আমরা বৃষ্টির দৃশ্য এড়িয়ে যাচ্ছি। পানির অপচয় রোধে সবাই একমত হয়েছি। শুধু তাই নয় সাধারণ মানুষদেরও আমরা পানির অপচয় রোধে সচেতন করার চেষ্টা করছি।

ভারতীয় গণমাধ্যমের খবর, এমনিতেই অনেকদিন ধরে বৃষ্টির দৃশ্যে শুটিং করার জন্য দক্ষিণের পরিচালকরা হায়দরাবাদ কিংবা মুম্বাইকে বেছে নিতেন। কারণ, চেন্নাইতে শুটিং ফ্লোরে পানি সংকট অনেকদিন ধরেই চলছে। এর আগেও রজনীকান্তের বিখ্যাত ছবি ‘কালা’র একটি বৃষ্টির দৃশ্য শুটিং হয়েছিল মুম্বাইয়ে।

ইতোমধ্যেই পানির অপচয় রোধে নানান ব্যবস্থা নিয়েছে চেন্নাইয়ের প্রশাসন। বিভিন্ন রেস্তোরাঁয় স্টিলের থালা-বাসনের বদলে কলাপাতায় খাবার পরিবেশন করা হচ্ছে। আগামী বছরের মধ্যে ভারতের ২১টি বড় শহরে দেখা দেবে চরম পানি সংকট। ফলে এখন থেকেই সাধারণ মানুষদের সচেতন করতে চাইছেন ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা।

এদিকে একান্তই যদি পানির দৃশ্যের শুটিংয়ের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পুরো বাড়ি না ভিজিয়ে একটা ছোট অংশে বৃষ্টির তৈরি করা হবে। এছাড়া বড় ধরনের বন্যা বা জলোচ্ছ্বাস দেখাতে চাইলে তা গ্রাফিক্সের মাধ্যমেই করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা।

এম/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়