logo
  • ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০, ৯ ফাল্গুন ১৪২৬

দুর্ঘটনার ভুয়া খবরে চটেছেন হিমেশ রেশমিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ জুলাই ২০১৯, ০৭:৪৪ | আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৯:০২
হিমেশ রেশমিয়া

গতকাল ভারতের বিভিন্ন গণমাধ্যমে জোরালো খবর প্রচার হয়েছিল সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন হিমেশ রেশমিয়া। দুর্ঘটনায় হিমেশ রেশমিয়ার গাড়িচালক রামরঞ্জন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসারত আছেন তিনি। এই খবরে চটেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক হিমেশ। 

খবরে বলা হয়েছিল, মঙ্গলবার সকালে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে। তবে হিমেশ বলছেন আমার সঙ্গে এমন ঘটনাই ঘটেনি। 

খবরের প্রতিবাদে হিমেশ টাইমস অব ইন্ডিয়াকে জানান, আমি গাড়িতে ছিলাম না। আমার গাড়িতে এ ঘটনা ঘটেনি। আর চালক আমার না, আমার বাবার। সে এখন ভালো আছে। তার পায়ে আঘাত লেগেছিল। সে গাড়ি থেকে বের হয়ে ওয়াশরুমে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি গাড়ি তার গাড়িতে আঘাত করে। আর তার গাড়িটি অন্য গাড়িতে আঘাত করে। এভাবে ঘটনা ঘটে। আমি ভালো আছি। যে সংবাদের মুখোমুখি হয়েছি তা ভুল।

উল্লেখ্য, বলিউডের ‘আপ কা সুরুর’, ‘কর্জ’ ফিল্মে নায়কের ভূমিকায় অভিনয়ের আগে হিমেশ রেশমিয়া মূলত জনপ্রিয়তায় আসেন ‘আশিক বনায়া আপনে’ গানের মাধ্যমে। এর আগে, ‘ঝলক দিখলাজা’ গানও তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়।

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়