logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৭

পাঁচ দিনেই ১০০ কোটির ঘরে ‘কবির সিং’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৬ জুন ২০১৯, ১৭:০৫ | আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:২১
কবির সিং
বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর অভিনীত ‘কবির সিং’ ছবিটি মুক্তির পাঁচ দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে। ২১ জুন শুক্রবার ছবিটি ভারতের ৩ হাজার ১২৩ পর্দায় মুক্তি পায়। 

প্রথম দিনে ২০.২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২২.৭১, তৃতীয় দিনে ২৭.৯১, চতুর্থ দিনে ১৭.৫৪ এবং পঞ্চম দিনে ১৬.৫৩ কোটি রুপি আয় করে ১০০ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করে ‘কবির সিং’।

ছবিতে শহীদের বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। পরিচালক হিসেবে আছেন মূল ছবির পরিচালক সেই সন্দীপ রেড্ডি।

ছবির গল্পে দেখা যাবে, একজন নেশাগ্রস্ত যুবক শহীদ কাপুর। সাবেক প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার ফলে নিজের প্রতি ঘৃণা ধরে যায় যুবকের। সেখান থেকেই নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে শুরু করেন তিনি।

ছবিটি মুক্তির আগে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে অনেকের সমালোচনা করেন। কিন্তু সেসব কোনও কিছুর তোয়াক্কা না করে বক্স অফিসে বাজিমাত করল ছবিটি। শহীদ কাপুরের ক্যারিয়ারে এটিই ‘সলো হিট’। বক্স অফিসে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ছবিটি।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়