logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

চলে গেলেন ক্যারি ফিশার

‘স্টার ওয়ার্স’খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যারি ফিশার না ফেরার দেশে চলে গেলেন। মার্কিন তুখোড় এ অভিনেত্রীর বয়স হয়েছিলো ষাট বছর। মঙ্গলবার স্বজন ও ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নেন ক্যারি।

পরিবার মুখপাত্র জানান, নিজের লেখা বই ‘দ্য প্রিন্সেস ডায়রিস্ট’র প্রচারের জন্য লন্ডনে গিয়েছিলেন ফিশার। গেলো শুক্রবার লস অ্যাঞ্জেলেসে ফেরার পথে প্লেনে হৃদরোগে আক্রান্ত হন এ অভিনেত্রী। প্লেন অবতরণের পর তাকে নেয়া হয় ইউসিএলএ হাসপাতালে।

১৯৭৫ সালে ‘সাপ্পো’র মাধ্যমে তার হলিউড ক্যারিয়ার শুরু। দু’বছর পর কাজ করেন স্টার ওয়ার্সে। বাকিটা তো ইতিহাস। স্টার ওয়ার্সের পরের তিন সিরিজেই বিদ্রোহী নেত্রী রাজকুমারী লেইয়ার চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন-যা আজো জ্বলজ্বলে সিনেমাপ্রেমীদের মনে। অন্য সুপারহিট ছবির মধ্যে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, দ্য ব্লুস’ অন্যতম। ফিশারের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা হলিউড।

এইচএম

RTV Drama
RTVPLUS