logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

কারিনা কেন ‘বুড়ি’ হলেন?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ জুন ২০১৯, ১৪:১০ | আপডেট : ০৯ জুন ২০১৯, ১৪:২১

পরিবার নিয়ে গরমের ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তাদের এবারের যাত্রা ছিল ইউরোপে। বিভিন্ন মনোরম পরিবেশে রৌদ্রস্নাত ছবি তুলছেন অভিনেত্রী। সঙ্গে আছেন সাইফ আলী খান ও তাদের একমাত্র ছেলে তৈমুর।

তবে এবার ছোট তৈমুরকে নিয়ে আলোচনা নয়, সমালোচনা চলছে কারিনাকে নিয়ে। উজ্জ্বল রোদের নিচে দাঁড়িয়ে মনের আনন্দে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

কেউ বলেছেন, তোমাকে বুড়ি লাগছে। কেউ বলছে তুমি কি রক্তশূন্যতায় ভুগছ? শরীরে অপুষ্টি? গ্লুকোজ খাও! কেউবা আবার আন্টি বলছেন। তবে কারিনার পক্ষ নিয়েছেন কোনো কোনো ভক্ত। তারা বলছেন পুরনো চাল ভাতে বাড়ে, ‘ওল্ড ইজ গোল্ড’ ইত্যাদি।

এসব বিরূপ মন্তব্যের কোনও জবাব দেননি ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। এরকম বাঁকা মন্তব্য তাকে প্রায়ই শুনতে হয়। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই তাকে নিয়মিত খাবার খাওয়ার পরামর্শ দেন।

কারিনার আগামী সিনেমা গুড নিউজ। এই ছবিতে তার সহশিল্পী অক্ষয় কুমার। এছাড়াও তাকে দেখা যাবে ‘তখত’ ও ‘আংরেজি মিডিয়াম’ নামে দুটি সিনেমায়।

 

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়