logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মে ২০১৯, ১৩:৪১
আপডেট : ০৭ মে ২০১৯, ১১:১৪

ভারতের নাগরিক নন অক্ষয়!

ভারতে চলছে লোকসভা নির্বাচন। সেখান ভোট প্রদান করতে ও প্রচারণায় অংশ নিচ্ছেন বলিউড ও টালিউডসহ স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা।

কিন্তু ভোট দিতে দেখা যায়নি অক্ষয় কুমারকে। কারণ হিসেবে জানা যায়, তিনি কানাডার নাগরিক। অক্ষয় যে কানাডার নাগরিক খবরটি শোনার পর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা চলছে। কেউ কেউ তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে নেটিজেনরা।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকরা এই অভিনেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি কৌশলে এড়িয়ে যান। এবার নাগরিকত্ব নিয়ে সমালোচনার জবাব দিলেন অক্ষয়। তিনি জানান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বাজে মন্তব্য করেছেন। আমি কিন্তু নাগরিকত্বর বিষয়টি কোনোদিনই লুকিয়ে রাখিনি। আমি গত ৭ বছরে কখনও কানাডা যাইনি। নিজের দেশের হয়ে কাজ করেছি।

অক্ষয় আরও জানান, শুধু তাই নয় সমস্ত কর জমা দিয়েছি। তাইতো দেশপ্রেম প্রমাণ দেয়ার কিছু নেই। কিন্তু যখন কেউ আমার নাগরিকত্ব প্রশ্নে বিতর্ক তৈরি করেন, তখন ভীষণ খারাপ লাগে। এটা আমার ব্যক্তিগত বিষয়, অরাজনৈতিক বিষয়।

এম/পি

RTVPLUS