logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

কোয়েলের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করবেন জিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ এপ্রিল ২০১৯, ১৩:১০ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:১৫
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ করতে চলেছেন জিৎ। কোয়েলের সঙ্গেই এবার রোম্যান্স করবেন অভিনেতা। এ প্রেম বাস্তবে নয়, হবে সিনেমার পর্দাতে। সিনেমাটির নাম ‘শেষ থেকে শুরু’।

bestelectronics
ছবির পরিচালক রাজ চক্রবর্তী, তার পরিচালনাতেই নতুন করে জুটি বাঁধতে চলেছেন জিৎ-কোয়েল। সম্প্রতি, প্রকাশ্যে আনা হয়েছে জিৎ-কোয়েল জুটির এই ছবির পোস্টার। ‘শেষ থেকে শুরু’ তে জিৎকে দেখা যাবে মাহিদের চরিত্রে, আর কোয়েল হবেন তার পূজারিণী।

ছবির প্রযোজনা করছে জিৎ-এর প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস। ছবিতে কোয়েল ছাড়াও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এর আগে জিৎ-কোয়েল জুটিকে পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রাজা চন্দের বেশ করেছি, প্রেম করেছি ছবিতে। দুবছর পর ফের একবার পর্দায় ফিরছে এই জুটি।

দেব-রুক্মিণী জুটির ‘কিডন্যাপ’-এর পোস্টার মুক্তির পরে ‘শেষ থেকে শুরু’ পোস্টার প্রকাশ্যে আনার কথা জানিয়েছিলেন জিৎ। পয়লা বৈশাখে প্রকাশ্যে আনা হয় পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন এই তারকারা। ছবিটি আগামী ইদে মুক্তি পাবে।

 

জিএ/জেএইচ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়