logo
  • ঢাকা শনিবার, ২০ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬

সারার নামে পুলিশি নোটিশ!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ এপ্রিল ২০১৯, ১৬:৩৩ | আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৬:৩৯

বলিউডে পা রেখেছেন ২০১৮ সালে। তরুণ অভিনেত্রী হিসবে অল্প সময়ে যারা পরিচিতি পেয়েছেন তার মধ্যে তিনি অন্যতম। এই তিনি হলেন সারা আলী খান।  কেদারনাথ ও সিম্বাতে বাজিমাত করে এবার ব্যস্ত আছেন তার তৃতীয় ছবির শুটিংয়ে। কিন্তু এর মধ্যেই বিতর্কে জড়ালেন তিনি।

সম্প্রতি সারা আলী খান ও কার্তিক আরিয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হেলমেট ছাড়াই বাইকে চড়েছেন সারা। বিষয়টি সামনে আসার পর অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সারাকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। ট্র্যাফিক পুলিশ অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিবেন বলে জানা যায়।   

কার্তিক আরিয়ানের সঙ্গে দিল্লিতে শুটিং-এ ব্যস্ত সময় পার করছেন সারা আলী খান। ইমতিয়াজ আলীর সিনেমা আজ কাল- ২ এর  শুটিং এখনও শেষ হয়নি, এরই মধ্যে বিপত্তি বাধালেন ‘কেদারনাথ’ খ্যাত অভিনেত্রী।

ইতোমধ্যে লাভ আজকাল সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করেছেন সারা। তার আগামী সিনেমা বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নম্বর ১-এর রিমেক।

জিএ/এস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়