• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

এবার মাদাম তুসো জাদুঘরে করণ জোহরের ভাস্কর্য

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০১৯, ১৭:৩২

প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে করণ জোহর স্থান পেলেন মাদাম তুসো জাদুঘরে। মাদাম তুসোর সিঙ্গাপুর জাদুঘরে নিজের মোমের ভাস্কর্যের মোড়ক উন্মোচন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন করণ।

বেশ উচ্ছ্বাস নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন করণ। তবে প্রথম ছবিতে কোনটি আসল করণ তা বুঝতে পারছেন না ভক্তরা। অনেকেই কমেন্ট করে সেকথা জানিয়েছেন।

সিঙ্গাপুরে মোমের ভাস্কর্য উন্মোচন করার সময় করণ জোহরের সঙ্গে ছিলেন তার মা হিরু জোহর ও তার পরিবার। করণের মোমের ভাস্কর্যের সঙ্গে সেলফি তুলেছেন তারা।

ইনস্টাগ্রামে করণ জোহরকে অভিনন্দন জানিয়েছেন মালাইকা আরোরা, ফারাহ খান, মণীষা কৈরালাসহ বেশ কয়েকজন তারকা। অভিষেক বচ্চন টুইটারে করণকে লেখেন, এটা খুবই চমৎকার। তোমাকে অনেক অভিনন্দন। তুমি এর যোগ্য।

করণ জোহর ছাড়াও মাদাম তুসোর সিঙ্গাপুর জাদুঘরে আছে আনুশকা শর্মা ও মহেশ বাবুর ভাস্কর্য। এছাড়া অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রায় বচ্চন, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোনের মতো তারকাদের মোমের ভাস্কর্য আছে মাদাম তুসোর লন্ডন জাদুঘরে।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh