logo
  • ঢাকা রোববার, ৩১ মে ২০২০, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ২৮ জন, আক্রান্ত ১৭৬৪ জন, সুস্থ হয়েছেন ৩৬০ জন, নমুনা পরীক্ষা ৯৯৮৭টি: স্বাস্থ্য অধিদপ্তর

শাহরুখকে ‘আঙ্কেল’ সম্বোধন, বিতর্কে সারা!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ এপ্রিল ২০১৯, ১৭:৫৬

বলিউডের তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী সারা আলী খান। ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি।

তারপর থেকেই তার লাইফ স্টাইল, কিংবা একান্ত ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই বারবার আলোচনায় উঠে আসছেন।

এবার বলিউড কিং শাহরুখ খানকে ‘আঙ্কেল’ সম্বোধন করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে গিয়েছিলেন সারা আলী খান। আর সেখানে তাকে প্রশ্ন করা হয়, তার প্রিয় সঞ্চালক কে? উত্তরে সারা বলেন, ‘আমার মনে আছে, বাবা শাহরুখ আঙ্কেলের সঙ্গে এই শো-এর সঞ্চালনা করতেন। আমার সেটা বেশ ভালো লাগতো।’

সারার এই বক্তব্যে বেশ বিরক্ত হয়েছেন শাহরুখপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সারার ওপর ক্ষোভও প্রকাশ করেন তারা।

তবে অনেকে আবার সারার সমর্থনেই কথা বলেছেন। তাদের মতে, বয়সের অনুপাতে ঠিক সম্বোধন করেছেন সারা। এ নিয়ে বিতর্ক করার কোনও কারণ নেই।

জিএ/এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৪৬০৮ ৯৩৭৫ ৬১০
বিশ্ব ৬০৬৭৩০২ ২৬৮৮১৬৪ ৩৬৭৫৮৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়