logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬

ওমরাহ হজ করতে মক্কায় অভিনেত্রী স্পর্শীয়া

আরটিভি অনলাইন
|  ২৩ মার্চ ২০১৯, ১০:৫৩ | আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১১:০২
ছবি-সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া পবিত্র ওমরাহ হজ করতে সৌদি আরব গেছেন। সঙ্গে আছেন মা সুজানা হক। গত এক সপ্তাহ সৌদি আরবে অবস্থান করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে স্পর্শীয়া বলেন, ‘মার স্বপ্ন, ইচ্ছা পূরণ করতে মার সাথে ওমরাহ করতে মক্কায় আছি। এক সপ্তাহ হলো। যারা জানে না তারা বলছে আমি দুবাইতে কোনও অসৎ কাজে আছি। তারা আমার ওমরাহ করা নিয়ে মজা নিচ্ছে। কয়েকজন বলছে এটা সিনেমার প্রচারণা ফাঁকি দেয়ার অজুহাত।’

পোশাক-পরিচ্ছদ পরা নিয়ে স্পর্শীয়া লিখেন, ‘ফিরে আসার পর খোলামেলা পোশাক পরলে বা ছবি দিলে (যা দিব) অনেক স্বল্পজ্ঞানী মানুষ দোযখের আগুনে পুড়াবে। সামনে পূজায় কলাবাগান-ধানমন্ডি পূজা আয়োজনে প্রতি বছরের মতো সামিল থাকলে আবারও সবার কৌতূহল আর গবেষণা শুরু হবে স্পর্শীয়া হিন্দু না মুসলিম? এবার তো সবাই জানলো মা মুসলিম। তাহলে কি বাপ হিন্দু? ...আরো কত কি!’

‘আমি ব্যাস খুশি যে নিজের পায়ে, মার হাত ধরে ওমরাহ সম্পূর্ণ করতে পেরেছি। (সেটার জন্য মাকে ধন্যবাদ কারণ আমাকে সে নিয়ে এসেছে) সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যেন আপনাদের মন এবং মানুষিকতায় পরিচ্ছন্নতা আসে। আমিন।’ 

স্পর্শীয়ার আগামী ছবি ‘আবার বসন্ত’ এপ্রিলে মুক্তি পাবার কথা। এছাড়া তার ‘কাঠবিড়ালী’ ছবিটিও এবছরে মুক্তি পাবে।

 

জিএ/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়