• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বইমেলায় থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র নতুন সংখ্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৫

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে প্রকাশ হয়েছে পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’-এর নতুন সংখ্যা। প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান, নামলিপি নকশা করেছেন শাহীনুর রহমান।

পত্রিকাটির সহকারী সম্পাদক অপু মেহেদী ও মাহবুব খান এবং ব্যবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ রায়। নতুন সংখ্যাটিতে নাটক ও থিয়েটার বিষয়ে লিখেছেন মামুনুর রশীদ, শুভাশিস সিনহা, অপু মেহেদী, ইশরাত নিশাত, হাসান শাহরিয়ার, ইউসুফ হাসান অর্ক, হাবিব জাকারিয়া উল্লাস, বেলায়াত হোসেন মামুন, অলোক বসু ও মাহবুব আলম।

এছাড়া ‘আমাদের নাট্যভাষা: সংকট ও সম্ভাবনা’ বিষয়ক একটি মুক্ত আড্ডার লিখিত রূপ প্রকাশ করা হয়েছে সংখ্যাটিতে। আড্ডায় অংশ নিয়েছেন- ড. বিপ্লব বালা, ড. কামালউদ্দিন কবির, হাসান শাহরিয়ার, মোহাম্মদ আলী হায়দার, ইউসুফ হাসান অর্ক, শুভাশিস সিনহা, বাকার বকুল, অপূর্ব কুমার কুণ্ডু। সংখ্যাটির শেষের দিকে রয়েছে ২০১৮ সালের নাট্যচর্চা নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন। ক্ষ্যাপার নতুন সংখ্যাটির বিনিময় মূল্য ১০০ টাকা। বইমেলায় বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলে নতুন সংখ্যাটি পাওয়া যাচ্ছে।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত পোহালেই ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ
রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল দিল্লি
রাসুল (সা.) বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
X
Fresh