logo
  • ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২০, ১৮ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে এক ব্যক্তির মৃত্যু, নতুন আক্রান্ত তিনজন, সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছিল এক সপ্তাহ আগে: আইইডিসিআর। ইরানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১০০, মৃত ১৪১: স্বাস্থ্য মন্ত্রণালয়। স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৪৯ জন, মোট মৃত্যু ৮১৮৯ জন, আক্রান্ত ৯৪৪১৭ জন: এএফপি। সৌদিতে গত ২৪ ঘণ্টায় আরো ১১০ আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৩ জন: সৌদি গেজেট। এই প্রথম কাতারে এক বাংলাদেশির মৃত্যু: কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬৫, আক্রান্ত ১৯৯৮৮, মোট মৃত্যু ৩০৪০, আক্রান্ত এক লাখ ৬৪২৭৪ জন, এর মধ্যে সবচেয়ে বেশি ২৭৯ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯১৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৫২৩১ জন, আক্রান্ত ৭৮৪৬, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১১ হাজার ৫৯১, তারপর স্পেনে ৭৭১৬, ফ্রান্স ৩১৮৬: জনস হপকিন্স ইউনিভার্সিটি।

‘পদ্মাবতী’ বিতর্কে যুবকের আত্মহত্যা!

বিনোদন ডেস্ক
|  ২৫ নভেম্বর ২০১৭, ১২:৪৩ | আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১২:৫০
দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবতী’ সিনেমার মুক্তি নিয়ে ভারতজুড়ে বিক্ষোভে এবার প্রাণহানীর ঘটনা ঘটলো। গতকাল শুক্রবার রাজস্থানের জয়পুরে একটি মৃতদেহ পাওয়া গেছে। মরদেহের পাশের পাথরে কালি দিয়ে লেখা রয়েছে ‘পদ্মাবতীর বিরোধিতা’। মৃত ব্যক্তির নাম চেতন সাইনি। তার বয়স ২৩ বছর।

এটি আত্মহত্যা নাকি হত্যা? এই বিষয়ে ভারতীয় পুলিশ এখনো কিছু জানায়নি। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এই চলচ্চিত্রের মুক্তি নিয়ে সৃষ্ট বিতর্কে উত্তাপ ছড়িয়েছে ভারতে। ছবিটিতে ভুল ইতিহাস তুলে ধরা হয়েছে এমন অভিযোগে দেশটির বিভিন্ন ধর্মীয়-রাজনৈতিক গোষ্ঠী হুমকি দিয়েছে।

ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ইতোমধ্যে অভিনেত্রী দীপিকা ও পরিচালক বানশালির মাথার জন্যে ১০ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের হরিয়ানা রাজ্য শাখার এক নেতা।

এবার প্রাণহানীর মতো ঘটনার আলোচনায় যুক্ত হলো পদ্মাবতী। তবে এই মৃত্যুটি অনেক রহস্য তৈরি করেছে। পদ্মাবতীর রেশ শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে ঠেকবে, এ মুহূর্তে তা অজানা।

১৯০ কোটি টাকায় তৈরি পদ্মাবতী এখনো ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। ‘পদ্ধতিগত ত্রুটি’র কারণে সেন্সর বোর্ড ছবিটি প্রযোজকের ঘরে ফেরত পাঠিয়েছে। অথচ গত বৃহস্পতিবার ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন পদ্মাবতীকে বিনা প্রশ্নে ‘আনকাট’ ছাড়পত্র দিয়েছে।

বিতর্ক ও বিরোধের ফলে ছবির মুক্তি ইতোমধ্যে পিছিনো হয়েছে। আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পাবার কথা ছবিটি। কিন্তু নানা জটিলতায় এখন জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা জানিয়েছেন নির্মাতা সঞ্জয়লীলা বানশালি।

পিআর

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৪ ২৫
বিশ্ব ৮৫৭৪৮৭ ১৭৮০৯১ ৪২১০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়