নতুন বছরে ভক্তদের উদ্দেশে বুবলীর বার্তা
শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ঢালিউডে জায়গা করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিনয়ের নৈপুণ্যতায় রয়েছেন দর্শকদের মণিকোঠায়। ২০২৩ সালে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন এই নায়িকা। তবে নতুন বছরে ভক্তদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন বুবলীর।
শুধু তাই নয়, ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়াও চেয়েছেন এই চিত্রনায়িকা।
রোববার (৩১ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন বুবলী। সেখানে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
পাঠকদের সুবিধার জন্য বুবলীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এতো সুন্দর করে তোলার জন্য।
ওই পোস্টে দোয়া চেয়ে বুবলী আরও লেখেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।
প্রসঙ্গত, বছরের শেষে দিকে এসে ‘পুলসিরাত’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। আর এটি প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
মন্তব্য করুন