logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

বিবাহবার্ষিকীতে নস্টালজিক অমিতাভ

অনলাইন ডেস্ক
|  ০৩ জুন ২০১৭, ১৪:১১ | আপডেট : ০৩ জুন ২০১৭, ১৪:১৬
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও জনপ্রিয় অভিনেত্রী জয়া ভাদুরী ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন। নিজের জীবনের এ বিশেষ দিনটির কথা মনে করে নস্টালজিক অমিতাভ তার টুইটারে লিখেছেন, এতদিন শুধু ভালোবাসাতেই পরিপূর্ণ হয়ে থেকেছি। ৪৪ বছরের 'সিলসিলা'। সবাইকে ধন্যবাদ যারা তাকে এ বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন।

অমিতাভ তার জীবনের এ দিনটির অভিজ্ঞতার কথা ব্লগেও শেয়ার করেছেন। সেখানেই তিনি লেখেন তখন তিনি থাকতেন তাদের ভাড়া বাড়ি 'মঙ্গলে।

জেপিভিডি স্কিম, সেভেনথ রোডে ছিল সেই বাড়ি। সেখান থেকে বেরিয়ে সেদিন মা-বাকে নিয়ে বিগ বি যাচ্ছিলেন পন্টিয়াক স্পোর্টসে তাদের নতুন দু কামড়ার ফ্ল্যাটে।

সেসময় অমিতাভের গাড়ির চালক নাগেশ, যিনি এখন বেঁচে নেই তিনি জোর করে তাদের নিয়ে যান মালাবার হিলসে জয়া বচ্চনের এক আত্মীয়র বাড়িতে। 

সেখানে পৌঁছতেই প্রতিবেশীরা চিৎকার করে বলেন, হুরে বিয়ের পাত্র হাজির। সেই সময় শুরু হয় অল্প বৃষ্টিও।

বলিউডের এ দম্পতি একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। তার মধ্যে অন্যতম সিলসিলা, অভিমান, চুপকে চুপকে, মিলি।


সূত্র- এবিপি আনন্দ 

এইচএম 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়