Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৮ মে ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯

ভক্তের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন কার্তিক

ভক্তের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন কার্তিক

বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান। তার নারী ভক্তের সংখ্যা অগণিত। এই অভিনেতার বাড়ির সামনে প্রায়ই ভক্তদের ভিড় জমে। এক ভক্তের সঙ্গে এই অভিনেতার বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল। এবার সে প্রসঙ্গে মুখ খুলেছেন কার্তিক।

তিনি বলেন, ‘একবার এক পত্রিকায় প্রতিবেদন হয়েছিল- আমি এক নারী ভক্তকে বিয়ে করছি। এটি দেখে আমি খুব হেসেছিলাম। এক ভক্ত আমাকে বিয়ে করতে চেয়েছিল এবং আমার একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে এসেছিল। কেউ একজন সেই কথোপকথন শুনে পত্রিকায় প্রকাশ করে। এটা আমার কাছে খুবই হাস্যকর লেগেছে।’

তবে ভক্তদের প্রতি ভীষণ কৃতজ্ঞ ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমা খ্যাত এই অভিনেতা। কার্তিক বলেন, ‘আমি যা করছি ভক্তরা সেটিতে আগ্রহ দেখান বলেই আমি এই অবস্থানে। মাঝে মাঝে চিন্তা করি, তারা যে ভালোবাসা দেয় সমপরিমাণ ভালোবাসা কি ফিরিয়ে দেওয়া সম্ভব? আমি যতটুকু সম্ভব চেষ্টা করি। আমি ভক্তদের সঙ্গে সময় কাটাই। কিন্তু তারা যে ভালোবাসা আমাকে দেয় তা অপূরণীয়। এত ভালোবাসা পেয়ে আমি খুশি এবং নিজেকে সৌভাগ্যবান মনে হয়।’

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে বেশ কয়েকবার কার্তিকের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধামাকা’। ‘ভুলভুলাইয়া-টু’, ‘ফ্রেডি’, ‘শেহজাদা’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

এনএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS