বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৭:২২
যে কারণে 'মিস ইউনিভার্সকে' প্লেনে উঠতে দেয়নি কর্তৃপক্ষ

২০১২ সালের মিস ইউনিভার্স বিজয়ী অলিভিয়া কুলপো ও তার বোনকে কাবো সান লুকাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনে উঠতে বাধা দিয়েছে আমেরিকান এয়ারলাইনস। জানা গেছে, আপত্তিকর পোশাকের জন্য মার্কিন এই তারকাকে আটকানো হয়েছিল।
২৯ বছর বয়সি এ তারকার বোনের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে- কালো কার্ডিগান, স্পোর্টস ব্রা ও বাইকার শর্টস পরে বিমানে উঠতে যাচ্ছিলেন অলিভিয়া কুলপো। আর তাতেই আপত্তি জানায় আমেরিকান এয়ারলাইনস। পরে ধূসর হুডি পরে নিজেকে ঢাকতে দেখা গেছে অলিভিয়াকে।
অলিভিয়া জানিয়েছেন, তার পোশাক নিয়ে আপত্তি তুলে তাকে শরীর ঢেকে প্লেনে উঠতে বলেছে এয়ারলাইনস কোম্পানিটি।
এই তারকার অভিযোগ, তার চেয়ে সল্পবসনা নারীও প্লেনে উঠেছেন, কিন্তু তাঁদের কোনো বাধা দেয়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক প্রেমিকা অলিভিয়া কুলপো।
এনএস/এসকে
মন্তব্য করুন